নয়াদিল্লি: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বড় স্বস্তি পেলেন বর্ষীয়ান নেতা মুকুল রায়। কলকাতা হাইকোর্টের দেওয়া মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এর ফলে আপাতত মুকুলের বিধায়ক পদ বহাল থাকছে এবং হাইকোর্টের রায় কার্যকর হচ্ছে না। বর্তমানে তিনি তৃণমূলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও খাতায়-কলমে বিজেপির টিকিটে জয়ী বিধায়ক হিসেবেই পরিচিত থাকছেন।
সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকুলপুত্র শুভ্রাংশু
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ও নোটিশ কলকাতা হাইকোর্টের দেওয়া অযোগ্য ঘোষণার নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকুল রায়ের পুত্র তথা তৃণমূল নেতা শুভ্রাংশু রায়। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানিতে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়। সেই সঙ্গে আদালত বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অম্বিকা রায় এবং খোদ মুকুল রায়কে নোটিশ জারি করেছে। আগামী চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলিকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজেপির টিকিটে বিধায়ক SC stays mukul roy mla disqualification order
পুরনো প্রেক্ষাপট ও হাইকোর্টের রায় উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মুকুল রায়। কিন্তু নির্বাচনের ফলপ্রকাশের কিছুদিনের মধ্যেই তিনি পুরনো দল তৃণমূলে ফিরে যান। এই দলবদলকে কেন্দ্র করেই শুভেন্দু অধিকারীরা দলবদল বিরোধী আইনের আওতায় তাঁর সদস্যপদ খারিজের দাবি জানান। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের নভেম্বর মাসে কলকাতা হাইকোর্ট তাঁকে বিধায়ক হিসেবে অযোগ্য ঘোষণা করে রায় দিয়েছিল, যা আজ সুপ্রিম কোর্টে থমকে গেল।
শয্যাশায়ী মুকুল
অসুস্থ মুকুল ও কুণালের সেই ফেসবুক পোস্ট রাজনীতির ময়দানে এই স্বস্তি এলেও, ব্যক্তি মুকুল রায় বর্তমানে অত্যন্ত সংকটে। দীর্ঘদিন ধরে তিনি ডিমেনশিয়ায় ভুগছেন এবং বর্তমানে শয্যাশায়ী। সক্রিয় রাজনীতি থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন এই প্রবীণ নেতার একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন মুকুল রায়ের সেই ছবি শেয়ার করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ফেসবুকে লিখেছিলেন, “কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও? আমি শুনতে পাচ্ছি মুকুলদা। তোমার দ্রুত আরোগ্য কামনা করি।” রাজনৈতিক মহলের মতে, বিধায়ক পদ ফিরে পেলেও শারীরিক অবস্থার কারণে মুকুল রায়ের সংসদীয় রাজনীতিতে ফেরার সম্ভাবনা ক্ষীণ।
West Bengal: The Supreme Court has stayed the Calcutta High Court’s order disqualifying Mukul Roy as an MLA. This interim relief allows Roy to retain his seat ahead of the 2026 elections. Notices have been issued to Suvendu Adhikari and the Assembly Speaker.


