Sandeshkhali Viral Video: নির্যাতিতাদের পরিচয় নিয়েই এবার প্রশ্ন সন্দেশখালির বিজেপি প্রার্থীর! আরও এক ভাইরাল ভিডিও-তে হুলস্থূল

সন্দেশখালি নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ্যে এল। নতুন এই ভিডিও-য় রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছেন বসিরহাটের…

Basirhat BJP candidate Rekha Patra voted for the first time as per her wish

সন্দেশখালি নিয়ে আরও একটি ভিডিও প্রকাশ্যে এল। নতুন এই ভিডিও-য় রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা নির্যাতিতাদের পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। এমনকী তাঁর পাশে দাঁড়িয়ে একই প্রশ্ন তুলেছেন সন্দেশখালির আরও এক আন্দোলনকারিণী মাম্পি দাস। এই ভিডিও কবে এবং কোথায় তোলা, তা এখনও স্পষ্ট নয়। এই ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি কলকাতা ২৪x৭.কম।

ভিডিও-র শুরুতেই রেখার পাশে দাঁড়ানো সন্দেশখালির মাম্পি দাসকে বলতে শোনা যাচ্ছে, ‘রাষ্ট্রপতি ম্যাডামের কাছে সন্দেশখালির কিছু নির্যাতিতাকে নিয়ে যাওয়া হয়েছে। তা হলে আমরা কারা?’ পাশে দাঁড়ানো আর এক মহিলাকে বলতে শোনা যায়, ‘আমরা তো সন্দেশখালির আন্দোলনকারী বা নির্যাতিতা। আমরা সবাই তো গিয়েছিলাম প্রধানমন্ত্রী বা পিএম স্যারের সঙ্গে দেখা করতে। তা হলে আমাদেরকে ছাড়া রাষ্ট্রপতি ম্যাডামের কাছে কারা গেল? আমরা তা হলে কারা?’

   

এই ভিডিও-তে কথা বলতে সোনা যাচ্ছে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা সন্দেশখালি আন্দোলনের অন্যতম ‘মুখ’ রেখা পাত্রকেও। তিনি বলছেন, ‘আমরা নির্যাতিতা মেয়েরা সন্দেশখালিতেই পড়ে রয়েছি। তা হলে আমাদের মুখ হয়ে কারা গিয়েছে (রাষ্ট্রপতি ভবনে), এটা তো জানার প্রয়োজন রয়েছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে, আমাদের কিছু জানিয়েছে? আমরা তো নির্যাতিতা, আমরাই আন্দোলনের মেন (প্রধান) মুখ।’

প্রশ্ন হল কাদের সন্দেশখালির ‘নির্যাতিতা’ সাজিয়ে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল? ভাইরাল ভিডিও-তে এই প্রশ্ন তুলে ষড়যন্ত্রের সম্ভাবনা উস্কে দিয়েছেন রেখা পাত্ররা। তাঁদের দাবি, ‘নকল’ নির্যাতিতাদের দিল্লি নিয়ে যাওয়ার নেপথ্যে বিজেপি নেতা অনুপ দাসের হাত রয়েছে। এই অনুপ হাজরা শাহজাহান শেখের ‘ঘনিষ্ঠ’, অধুনা জেলবন্দি শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর কাছ থেকে ১০ হাজার টাকা করে মাসোহারা নিতেন বলে ভিডিও-য় অভিযোগ করেছেন মাম্পি। রাষ্ট্রপতি ভবনে যাওয়া এক অভিযোগকারিণী ‘তৃণমূলের লোক’ কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন রেখা-মাম্পিরা। ভাইরাল ভিডিও-টিতে মাম্পি বলছেন, ‘খবর পেয়েছি যে অনুপ দাস নিয়ে গিয়েছেন। অনুপ দাস তো ভিতরে ভিতরে শিবু হাজরার কাছ থেকে মাস গেলে ১০ হাজার টাকা করে পয়সা নিত। খবর আছে ওঁর সঙ্গে পদ্মা মণ্ডলও গিয়েছেন। তা হলে কি এটা বুঝব যে, পদ্মা মণ্ডল টিএমসির লোক? উপরে উপরে বিজেপি করে?’

আরও পড়ুন- ‘চোর’, ‘গো ব্যাক’ শুনে অকথ্য ভাষায় গালাগাল শুভেন্দুর, ক্ষমা চাওয়ার দাবি কুণালের

বিজেপির একটি সূত্র মারফত জানা গিয়েছে, অনুপ এক সময় বিজেপি করলেও পরে তাঁকে দল থেকে ‘বার করে দেওয়া হয়।’

নতুন এই ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুলেছে বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ‘যে অনুপ দাসের কথা বলা হচ্ছে, তাঁকে আমি চিনি। উনি দীর্ঘ দিনের বিজেপি কর্মী।’

তবে, সন্দেশখালির আন্দোলনে কোনও রাজনৈতিক দল ছিল না বলে দাবি করে শমীকের সংযোজন, “যাঁরা (ভিডিওয়) এই বক্তব্য রাখলেন, তাঁরা এই আন্দোলনের মধ্যে নতুন এসেছেন। রেখা পাত্রও নতুন এসেছেন। ছোট ছোট দ্বীপে মহিলারা স্বতঃস্ফূর্ত আন্দোলন করেছিলেন। এর মধ্যে কোনও বিজেপি, তৃণমূল, সিপিএম ছিল না। ভবিষ্যতেও এই আন্দোলন হবে।’

নতুন ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। তিনি বলেন, ‘রাজ্য সরকার এবং তৃণমূলকে বদনাম করার জন্য সন্দেশখালির চিত্রনাট্য সাজানো হয়েছিল। মহিলাদের সম্ভ্রমকে ভোট বৈতরণী পার করতে ব্যবহার করেছিল বিজেপি। সেই মুখোশ খুলে গিয়েছে। আরও বেআব্রু হচ্ছে।’