Darjeeling: শীতকাল পড়ে গেছে সূপর্ণা! এবার যেন আগে ভাগেই শীতের কাঁপুনি দিতে শুরু করবে। চলতি শীত মরশুমের শুরুতেই বরফে সাদা হয়ে গেল দার্জিলিং (Darjeeling) জেলার সান্দাকফু।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) বছরের প্রথম তুষারপাত হলো দার্জিলিং জেলায়। সামাজিক মাধ্যমে ছড়িয়েছে সেই ছবি। মূল দার্জিলিং শহর ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা নামছে। উত্তর ও দক্ষিণের জেলাগুলোতে তাপমাত্রা নিম্নমুখী।
তুষারপাতের এই আনন্দের মধ্যেও সান্দাকফু থেকে এসেছে বিষাদ সংবাদ। সান্দাকফু ঘুরতে গিয়ে মৃত্যু হয়েছে কলকাতার পর্যটক আশিস ভট্টাচার্যের (৫৮)। তিনি ভবানীপুরের বাসিন্দা। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে।
দার্জিলিং জেলার সান্দাকফুএ রাজ্যের শীর্ষ অঞ্চল। এখানকার ফালুট শীর্ষ অনেক পর্যটক যান। চিকিৎসকরা বলছেন, যাদের শ্বাসকষ্ট সমস্যা বা অন্য কোনও শারীরিক অসুস্থতা আছে তাদের পর্বতাভিযান করা বিপজ্জনক।
সান্দাকফু থেকে তুষারপাতের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। পড়শি রাজ্য সিকিমের বিভিন্ন অঞ্চলেও তুষারপাত হচ্ছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, তাপমাত্রা ক্রমে কমতে থাকবে। পরবর্তী কয়েকদিনে শীত বাড়তে থাকবে। তবে এবার শীতের শুরুতেই ঘনবসতিপূর্ণ কলকাতার তাপমাত্রা যেভাবে কমছে তাতে মহানগরেও শীতের কামড় বেশ টের পাওয়া যাবে।