
মুর্শিদাবাদের সাগরদিঘি উপ নির্বাচনের (Sagardighi By Election) ফলে বাম সমর্থিত কংগ্রেসের ব্যবধান বাড়ছে। আরও পিছিয়ে টিএমসি (TMC)। সংখ্যালঘু মুসলিম ভোটার অধ্যুষিত সাগরদিঘিতে ক্রমে ক্ষীণ হতে চলেছে তৃ়নমূলের হাসি। উপ নির্বাচনে পিছিয়ে শাসক দল।
জয়ের বিষয়ে আশাবাদী প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের কামব্যাকের ইঙ্গিত দিয়েছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, গত বিধানসভা নির্বাচনের পর উপনির্বাচনের ভোটে অন্যান্য জায়গায় যে মার্জিনে তৃণমূল জিতেছিল, এবার সেটা হবে না।
নিয়োগ দুর্নীতি, গরু পাচার সহ একাধিক অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও জয়ের বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হচ্ছেন তৃণমূল। প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতার আত্মীয়। তবে তিনি পিছিয়ে। (9.30 AM) প্রয়াত মন্ত্রী সুব্রত সাহার আসনটিতে কী হবে ফলাফল? সাগরদিঘিতে হাওয়া বদলের পূর্বাভাস পাচ্ছে রাজনৈতিক মহল৷ নির্বাচনের দিনেই শাসক দলের বুথ এজেন্ট থেকে দলের নেতাদের মধ্যেই অসন্তোষ দেখা দিয়েছিল। এবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর পাল্লাভারী রয়েছে বলে মনে করা হচ্ছে।










