Row over motion to remove arrested PM
নয়াদিল্লি: আগামী বুধবার লোকসভায় ঝড়ো পরিস্থিতির আশঙ্কা। কারণ, কেন্দ্র সরকার একসঙ্গে তিনটি বিতর্কিত বিল পেশ করতে চলেছে। প্রস্তাবিত এই আইনে বলা হয়েছে, গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে যদি কোনও প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রী টানা ৩০ দিন কারাবন্দি থাকেন, তবে ৩১তম দিনে স্বয়ংক্রিয়ভাবে তিনি পদ থেকে অপসারিত হবেন।
প্রস্তাবিত আইনগুলির মধ্যে রয়েছে- গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ (সংশোধনী) বিল, ২০২৫, সংবিধান (একশো ত্রিশতম সংশোধনী) বিল, ২০২৫ এবং জম্মু-কাশ্মীর পুনর্গঠন (সংশোধনী) বিল, ২০২৫। বিলগুলি লোকসভায় পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি এগুলিকে যৌথ সংসদীয় কমিটিতে পাঠানোর প্রস্তাবও তুলবেন তিনি।
বিরোধীদের তীব্র আপত্তি
বিরোধী দলগুলির অভিযোগ, এই আইনের মূল উদ্দেশ্য হল অ-বিজেপি শাসিত রাজ্যগুলিকে অস্থির করা এবং বিরোধী মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে ‘পক্ষপাতদুষ্ট’ কেন্দ্রীয় সংস্থার মাধ্যমে গ্রেপ্তার করিয়ে শাসন ক্ষমতা কেড়ে নেওয়া। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি সামাজিক মাধ্যমে লিখেছেন, “কোনও গ্রেপ্তারের নির্দিষ্ট নীতি নেই। নির্বিচারে বিরোধী নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। নির্বাচনে হারাতে না পেরে বিরোধী মুখ্যমন্ত্রীদের জেলে ভরে পদচ্যুত করার চেষ্টা চলছে।”
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তীব্র আক্রমণ শানিয়েছেন। তাঁর অভিযোগ, “নির্বাচন কমিশনকে ব্যবহার করে ‘এসআইআর’ কার্যকর করতে ব্যর্থ হয়ে এবার সরকার নতুন অস্ত্র হিসেবে ‘ইডি’কে সামনে এনে গণতন্ত্রকে খণ্ডিত করতে চাইছে।” সুর চড়িয়েছেন মহুয়া মৈত্র, গৌরব গগৈরাও৷ এই বিষয়ে আলোচনার জন্যে বৈঠক ডাকা হয়েছে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে। প্রয়োজনে টেবিল ভাঙা হবে, ছেঁড়া হবে বিল। বিল পেশের আগেই হুঁশিয়ারি বিরোধী জোটের।
সরকারের যুক্তি Row over motion to remove arrested PM
কেন্দ্রের দাবি, দুর্নীতি ও অপরাধে অভিযুক্তদের জেলবন্দি অবস্থায় পদ ধরে রাখা সাংবিধানিকভাবে অশোভন। অতীতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বা তামিলনাড়ুর মন্ত্রী ভি. সেন্থিল বালাজির মতো কয়েকজন নেতা জেলেও থেকে পদে বহাল ছিলেন। সেই প্রেক্ষিতেই এই আইনের প্রস্তাব।
লোকসভায় বিলগুলি পেশ হওয়ার সময় প্রবল উত্তেজনার আশঙ্কা থাকছে। বিরোধীরা ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, তাঁরা বিলটি পেশ হতেও দেবেন না। তাঁদের এক সাংসদের ভাষায়, “আমরা বিল ছিঁড়ে ফেলব, টেবিল ভেঙে দেব।”
রাজনীতির অন্দরে তাই প্রশ্ন উঠেছে—এ কি সত্যিই দুর্নীতিবিরোধী পদক্ষেপ, নাকি বিরোধী শাসিত রাজ্যগুলিকে কোণঠাসা করার রাজনৈতিক কৌশল?
West Bengal: The Indian government plans to table three controversial bills in the Lok Sabha, including one that could lead to the automatic removal of a PM or CM if jailed for 30 days. The opposition claims this is a bid to destabilize non-BJP states, leading to a major political showdown.