Purba Bardhaman: কালীপূজাতেই ডাকাতি! ওড়গ্রামে তিনটি কালী মন্দিরের গয়না লোপাট

কালীপূজায় ডাকাতি। পুরনো রীতি মেনে একসাথে হামলা। পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার ভাতারের ওড়গ্রামে পরপর তিনটি কালী মন্দিরে ডাকাতি হয়ে গেল। ওড়গ্রামবাসী বলছেন লক্ষাধিক টাকার…

Purba Bardhaman: কালীপূজাতেই ডাকাতি! ওড়গ্রামে তিনটি কালী মন্দিরের গয়না লোপাট

কালীপূজায় ডাকাতি। পুরনো রীতি মেনে একসাথে হামলা। পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার ভাতারের ওড়গ্রামে পরপর তিনটি কালী মন্দিরে ডাকাতি হয়ে গেল। ওড়গ্রামবাসী বলছেন লক্ষাধিক টাকার গয়না লোপাট হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। ওড়গ্রামে তীব্র উত্তেজনা।

ডাকাতি হয়েছে ওড়গ্রামের নতুনপাড়া এলাকায় শতাব্দী প্রাচীন বড়মার মন্দির, ক্ষ্যাপামা মন্দির ও ছোটমার মন্দিরে। কালীপূজা উপলক্ষ্যে তিনটি মন্দিরে বহু ভক্ত সমাগম হয়েছিল। রাজ্যে এই তিনটি কালী মল্দির বিশেষ প্রসিদ্ধ। তিনটি মন্দিরেই দেবী কালী মূর্তির সোনা রূপার অলঙ্কার লুঠ করা হয় সোমবার রাতে। খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ।

স্থানীযরা বলছেন, বড়মার অঙ্গ থেকে প্রায় ৫ ভরি সোনার গয়না এবং ১০০ ভরি রূপার গয়না লোপাট হয়েছে। ক্ষ্যাপামা মন্দিরের দেবী কালীর রূপার মুকুট, সোনার হার লুঠ হয়েছে। এই মন্দির থেকে প্রায় ১৫ ভরি সোনার গয়না ও ১০০ ভরি রূপার গয়না চুরি করা হয়েছে। 

Advertisements

কালীপূজা উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও ওড়গ্রামে ছিল বিপুল জনসমাগম। এলাকাবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলেন। অনেক রাত পর্যন্ত সেই অনুষ্ঠান চলে। সকালে দেখা যায় তিনটি কালী মন্দিরের গয়না লুঠ করা হয়েছে। ঘটনার জেরে এলাকাবাসী হতচকিত।