পুজোর মাস অক্টোবরে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন তালিকা

উৎসবের আমেজে ফিরতে চলেছে গোটা দেশ। ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কাজেই অক্টোবরে সরকারি কর্মচারীদের ছুটি আর ছুটি। ইতিমধ্যেই উৎসবের দিনগোনা আরম্ভ হয়ে…

উৎসবের আমেজে ফিরতে চলেছে গোটা দেশ। ঢাকে কাঠি পড়তে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। কাজেই অক্টোবরে সরকারি কর্মচারীদের ছুটি আর ছুটি। ইতিমধ্যেই উৎসবের দিনগোনা আরম্ভ হয়ে গিয়েছে। ছুটি শুরু হচ্ছে মাসের শুরু থেকেই। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। সামনের মাসে সরকারি অফিসগুলির মধ্যে ব্যাঙ্ক একটানা অনেকদিন বন্ধ থাকছে। আরবিআই (Reserve Bank) এমনটাই জানিয়েছে।

শারদীয়া পর আসছে কোজাগরী লক্ষ্মী পুজো। আবার এমাসেই দীপাবলি পড়েছে। ফলে ব্যাঙ্ক সবমিলিয়ে ১৫ দিন বন্ধ থাকবে। তাই সামনের মাসে দিনতারিখ দেখে ব্যাঙ্কে যাওয়াই বুদ্ধিমানের কাজ হবে। নইলে সময় ও অর্থ দুইই নষ্ট হতে পারে। শীর্ষ ব্যাঙ্ক আরবিআইয়ের (Reserve Bank) পক্ষ থেকে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এই প্রতিবেদনে কোন কোনদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে, তার তালিকা দেওয়া রইল।

অক্টোবরে ব্যাঙ্ক বন্ধের তালিকা –

১ অক্টোবর: জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচন

২ অক্টোবর: মহাত্মা গান্ধী জয়ন্তী / মহালয়া অমাবস্যা

৩ অক্টোবর: শারদীয়া নবরাত্রি এবং মহারাজা অগ্রসেন জয়ন্তী

৬ অক্টোবর: সাপ্তাহিক ছুটি (রবিবার)

১০ অক্টোবর: মহা সপ্তমী / দুর্গাপূজা / দশেরা

১১ অক্টোবর: দুর্গা অষ্টমী / আয়ুধ পূজা / মহা নবমী

১২ অক্টোবর: বিজয়াদশমী/ দ্বিতীয় শনিবার

১৩ অক্টোবর: সাপ্তাহিক ছুটি (রবিবার)

Advertisements

১৪ অক্টোবর: দুর্গাপূজা (গ্যাংটক)

১৬ অক্টোবর: লক্ষ্মীপূজা (আগরতলা, কলকাতা)

১৭ অক্টোবর: মহর্ষি বাল্মীকি জয়ন্তী / কাটি বিহু

২০ অক্টোবর: সাপ্তাহিক ছুটি (রবিবার)

২৬ অক্টোবর: অধিগ্রহণ দিবস / চতুর্থ শনিবার জম্মু ও কাশ্মীর

২৭ অক্টোবর: সাপ্তাহিক ছুটি (রবিবার)

৩১ অক্টোবর: দীপাবলি (দীপাবলি) / কালী পূজা / সর্দার বল্লভভাই প্যাটেল জয়ন্তী / নরক চতুর্দশী