নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ফের খড়গপুর IIT-তে (IIT Kharagpur) অস্বাভাবিক মৃত্যু! মাত্র দু’মাসের ব্যবধানে আবারও ঝুলন্ত মৃতদেহ উদ্ধার আইআইটি খড়্গপুরে! শনিবার দুপুর ২ টো নাগাদ বিআর আম্বেদকর হল থেকে এক গবেষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে খড়্গপুর টাউন থানার অধীন হিজলি ফাঁড়ির পুলিশ।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হর্ষকুমার পাণ্ডে (২৭)। বাড়ি ঝাড়খণ্ডে। কী ভাবে এই ঘটনা ঘটল, নেপথ্যে কী কারণ, তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের এক আধিকারিক। পুলিশ ও আইআইটি সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের রাঁচির বারিয়াতু থানা এলাকার বাসিন্দা হর্ষকুমার পাণ্ডে। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে বিটেক ও মোতিলাল নেহরু ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে এমটেক করার পরে আইআইটিতে পিএইচডি করতে আসেন।
এদিন দুপুরে হর্ষের বাবা মনোজকুমার পাণ্ডে ছেলেকে ফোনে না পাওয়ায়, আইআইটির নিরাপত্তাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা গিয়ে দেখেন, হর্ষের রুম বন্ধ। এরপরেই হিজলি পুলিশকে খবর দেন কর্তৃপক্ষ। ২ টো নাগাদ দেহ উদ্ধার করে পাঠানো হয় আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে।
সেখানে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এই নিয়ে শুধুমাত্র চলতি বছরেই ৬ জনের অস্বাভাবিক মৃত্যু হল আইআইটি খড়্গপুরে। এর মধ্যে পাঁচ জনের ক্ষেত্রেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রসঙ্গত, গত ২১ জুলাই রাতে গলায় ওষুধ আটকে মৃত্যু হয় মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার বাসিন্দা তথা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের ছাত্র চন্দ্রদীপ পাওয়ারের।