IPac TMC : আই প্যাকের সঙ্গে ছিন্ন তৃণমূলের সম্পর্ক! রাজনৈতিক মহলে গুঞ্জন

TMC Slams ED Raid on IPAC Office, Calls it a Threat to Democracy
TMC Slams ED Raid on IPAC Office, Calls it a Threat to Democracy

প্রশান্ত কিশোরের সঙ্গে তলানিতে তৃণমূলের সম্পর্ক (IPac TMC), এমনটাই কানাঘুষো রাজনৈতিক মহলে। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আই প্যাক কর্ণধারের মেসেজ চালাচালি হয়েছে। যা পুরভোটের আগে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে আর কাজ করতে চাইছেন না প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, মেঘালয়েও দলের সঙ্গে তাঁরা সম্পর্ক রাখতে চাইছেন না বলে প্রকাশ সংবাদ মাধ্যম রিপোর্টে। সংস্থার সিদ্ধান্তের কথা জানিয়ে নেত্রীকে ইতিমধ্যে মেসেজ করেছেন তিনি। জানা গিয়েছে, আই প্যাককে তাদের সিদ্ধান্তের প্রেক্ষিতে জানানো হয়েছে- থ্যাংক ইউ। 

   

পুরভোটের আগে প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ দানা বেঁধেছে দলের অন্দরে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে সাংবাদিক সম্মেলনে বসতে হয়েছে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। তিনি সাফ জানিয়েছেন সকলকে প্রার্থী করা সম্ভব নয়। লখনউ যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দিলেন, প্রার্থী তালিকায় বদল আনা সম্ভব না

গত বিধানসভা ভোটে তৃণমূলের বিরাট জয়ের পিছনে প্রশান্ত কিশোরের ভূমিকা ছিল বলে মনে করেন অনেক রাজনীতিবিদ। সামনে একাধিক এলাকার পুরভোটের। ঘরে বাইরে বিক্ষোভের মুখে দল। প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ। তার মধ্যে প্রশান্ত কিশোরের সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ। সব মিলিয়ে আগামী দিনে ভোটে দল কেমন ফল করে এখন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন