এই গরম যে কোথায় গিয়ে শেষ পর্যন্ত থামবে তা বলা খুবই মুশকিল! একদিকে লোকসভা ভোটের কারণে বাংলার পরিস্থিতি এমনিতেই গরম৷ আর তার মধ্যে গ্রীষ্মের (Summer in WB) দাবদাহে প্রাণ যেন ওষ্ঠাগত! আগামী সপ্তাহের শুরুতে ঝড়বৃষ্টির কিছুটা সম্ভাবনা থাকলেও তাতে স্বস্তি পাওয়ার আশা না করাই ভালো৷ বৈশাখ আসতে না আসতেই হিট স্ট্রোকে কয়েকজনের মৃত্য়ু হয়েছে বলে জানা গিয়েছে৷ এখনও গ্রীষ্মের বেশিরভাগ অংশটাই আসতে বাকি৷
গত কয়েকদিনে তাপমাত্রা যেদিকে এগিয়েছে তা পিছনে ফেলে দিয়েছে রাজস্থানকেও! শনিবার জয়সলমেঢ়ের থেকেও কলকাতার পারদ ছিল বেশি৷ জানা গিয়েছে, শনিবার যেখানে জয়সলমেঢ়ের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি, সেখানে কলকাতার তাপমাত্রা ছিল ৪০.২ ডিগ্রি। সবাইকে ছাপিয়ে যায় পানাগড়। পারদ (Summer in WB) এখানে ৪৫.১ ডিগ্রিতে পৌঁছে যায়, যা স্বাভাবিকের থেকে ৮.৩ ডিগ্রি বেশি। পানাগড়ের পরেই রয়েছে বাঁকুড়া। এদিন বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি।
জানা গিয়েছে, বুধবার পর্যন্ত অতিতীব্র তাপপ্রবাহের (Summer in WB) লাল সতর্কতা জারি করা হয়েছে। এই তাপপ্রবাহের মোকাবিলা করতে কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে যেমন একটি গাইডলাইন দেওয়া হয়েছে, তেমনই তাপপ্রবাহের মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকারও৷
তথ্য বলছে, ১৯৮০ সালের এপ্রিলে একবার ৪১.৭ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে গিয়েছিল৷ আবার ২০১৩ সালেও একবার ৪১ ডিগ্রি ছউঁয়েছিল পারদ। পূর্বাভাস বলছে, আগামী ২৪-২৫ এপ্রিল থেকে কলকাতার তাপমাত্রা (Summer in WB) এক ধাক্কায় আরও অনেকটা বেড়ে যেতে পারে৷