Recruitment corruption: নাম বদলে স্ত্রী হৈমন্তীর সঙ্গে কোম্পানি খুলেছিলেন গোপাল

Recruitment corruption: Gopal Dalpati opened the company with his wife Heimanti after changing the name

নিয়োগ দুর্নীতিতে (Recruitment corruption) কুন্তল ঘোষের মুখে উঠে এসেছে হৈমন্তীর নাম। কে তিনি? জানা গেছে, পরিচয়ে তিনি গোপাল দলপতির (Gopal Dalpati) দ্বিতীয় স্ত্রী। পেশায় মডেল এবং যে কোনও অভিনেত্রীর থেকে কোনও বিষয়েই কম কিছু নয়। সেই হৈমন্তীর কাছে নিয়োগ দুর্নীতির টাকা জমা হয়েছে। সেই হৈমন্তী সম্পর্কিত একের পর এক রহস্যের উন্মোচন হতে শুরু করেছে৷

জানা গেছে, নিজের নাম বদল করে আরমান রেখেছিল গোপাল। হৈমন্তীর সঙ্গে জুটি বেঁধে খুলেছিলেন হৈমন্তী অ্যাগ্রো প্রাইভেট লিমিটেড। সেই কোম্পানিতে ডিরেক্টর ছিলেন স্বামী-স্ত্রী। যা পরবর্তীকালে বন্ধ হয়ে যায়। তবে হৈমন্তীর সঙ্গে শুধুমাত্র এই সংস্থা নয়, সিবিআইয়ের হাতে উঠে এসেছে গোপালের আরও পাঁচটি সংস্থার নাম।

   

অভিযোগ, মেদিনীপুরের বাসিন্দা গোপাল দলপতি হাত পাকিয়েছিলেন চিটফান্ড মামলাতেও। সেই মামলায় অভিযুক্ত হয়ে তিহাড়ে জেলে বন্দী ছিলেন তিনি৷ তাই হৈমন্তীর এই টাকার সঙ্গে শুধুমাত্র নিয়োগ দুর্নীতির যোগ রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। আবার গোপাল দলপতির তরফে যে তথ্য পেশ করা হয়েছে, সেখানে আরমান গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ রয়েছে৷ তাই একাধিক প্রশ্ন ক্রমাগত মাথাচাড়া দিতে শুরু করেছে।

নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের যুব সম্পাদক কুন্তল ঘোষের মুখেই এই লাস্যময়ী হৈমন্তীর নাম শোনা গিয়েছিল৷ প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর হৈমন্তীর নাম নিয়েও জলঘোলা হয়েছে ক্রমাগত৷ এখন নতুন তথ্য উঠে আসতেই নতুন করে অভিনয় জগতের যোগ খুঁজছে তদন্তকারী সংস্থা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন