নিয়োগ দুর্নীতি: তৃণমূল পরিচালিত শান্তিপুর পুরসভার আধিকারিকদের সিবিআই তলব

পুর নিয়োগ দুর্নীতি মামলায় নদীয়ার শান্তিপুর পুরসভার আধিকারিকদের সিবিআই তলব। দুপুরে নিজাম প্যালেসে জেরা হবে ওই দুই আধিকারিকের। গত ২৭ জুন সিবিআইয়ের পক্ষ থেকে শান্তিপুর…

red-cross-in-5-states-cbi-starts-investigation

পুর নিয়োগ দুর্নীতি মামলায় নদীয়ার শান্তিপুর পুরসভার আধিকারিকদের সিবিআই তলব। দুপুরে নিজাম প্যালেসে জেরা হবে ওই দুই আধিকারিকের।

গত ২৭ জুন সিবিআইয়ের পক্ষ থেকে শান্তিপুর পুরসভায় একটি প্রতিনিধি দল যায়। জানা গিয়েছে, ২০১৮ সালে ১৮ জন কর্মচারী নিয়োগ হয়। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। অন্যদিকে পুর প্রধান দাবি করছেন ওই বছর কোনও নিয়োগ পুরসভায় হয়নি। সেই সংক্রান্ত বিষয় তথ্য সংগ্রহের জন্য, আজ আবার শান্তিপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসার এবং হেড ক্লার্ককে সিবিআই তলব করেছে। 

এই বিষয়ে পুরপ্রধানের দাবি, গত ৭ তারিখে সিবিআইয়ের দল পুরসভায় আসেন। তারা যা নথিপত্র চেয়েছিল পুরসভা সবই দিয়েছে। তলব পাওয়া দুই পুরকর্মী তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। 

এর আগেও জুন মাসে একসঙ্গে ১৪ টি পুরসভায় সিবিআই-এর তরফ থেকে অভিযান চালানো হয়েছিল। নগর উন্নয়ন দফতরে গিয়েও তারা বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছিল। সেই সময় শান্তিপুর পুরসভার কিছু নথি তারা সংগ্রহ করেন। তারপরেই সিবিআইয়ের হাতে বেশ কিছু তথ্য উঠে আসে। তথ্য যাচাই করতে শান্তিপুর পুরসভার এক্সিকিউটিভ অফিসার এবং হেড ক্লার্ককে নিজাম প্যালেসে ডাকা হয়েছে।