দেশজুড়ে লাগু হয়েছে সিএএ (CAA)। এদিকে কেন্দ্রের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে চরম বিরোধিতা শুরু করেছে বহু রাজনৈতিক দল। এই সমালোচনা করার দিক থেকে বাদ যাননি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা দিলেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ (Ravi Shankar Prasad)।
সিএএ বাস্তবায়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, “বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পিচ্ছিল রাজনৈতিক জমি তাঁকে সাম্প্রদায়িক রং দিতে বাধ্য করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য তারা নিজেদের কতটা আরও নিচে নামাবে?”
গতকাল হাবরায় দাঁড়িয়ে মমতা বলেন, ‘অশান্তি পাকানো চেষ্টা করছে বিজেপি। সাবধানে থাকতে হবে। কেন্দ্র যে সিএএ নিয়ে ঘোষণা করেছে তাঁর বৈধতা নিয়ে সন্দেহ আছে। পুরোটাই ভাঁওতা। অধিকার কেড়ে নেওয়ার খেলা চলছে। লুডো খেলছে দল। কেউ বঞ্চত হলে আমি আশ্রয় দেব। আবেদন করলেই বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন। সিএএ, এনআরসির সঙ্গে যুক্ত।’
#WATCH | On Mamata Banerjee’s opposition to CAA implementation, BJP leader RS Prasad says, “Mamata Banerjee’s slippery political ground in Bengal is forcing her to give it a communal colour. We strictly condemn it. What is the extent to which they are willing to degenerate… pic.twitter.com/DykharXmRW
— ANI (@ANI) March 13, 2024