Weightlifting: ভারতে প্রথমবার অনুষ্ঠিত হবে এশিয়ান ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপ

প্রথমবার এশিয়ান ওয়েটলিফটিং (Asian Weightlifting Championship) চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে চলেছে ভারত। গুজরাট এই চ্যাম্পিয়নশিপ আয়োজনে এগিয়ে এসেছে।  ২০২৬ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে আহমেদাবাদ বা গান্ধীনগরে অনুষ্ঠিত হবে…

Asian Weightlifting Championship

প্রথমবার এশিয়ান ওয়েটলিফটিং (Asian Weightlifting Championship) চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে চলেছে ভারত। গুজরাট এই চ্যাম্পিয়নশিপ আয়োজনে এগিয়ে এসেছে।  ২০২৬ ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে আহমেদাবাদ বা গান্ধীনগরে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

ওয়েটলিফটিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি সহদেব যাদবের মতে, তাসখন্দে (উজবেকিস্তান) অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়নশিপের সময় তিনি এশিয়ান ওয়েটলিফটিং’র জন্য বিড করেছিলেন। পরে যা মান্যতা পেয়েছিল। সোমবার তিনি গুজরাট সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি অশ্বিনী কুমারের সামনে চ্যাম্পিয়নশিপ আয়োজনের ব্যাপারে প্রস্তাব রেখেছিলেন। যাদবের করা সেই আবেদনকে মান্যতা দিয়েছে প্রশাসন।

গুজরাট সরকার আশ্বাস দিয়েছে যে চ্যাম্পিয়নশিপের সমস্ত ব্যয় তাঁরাই বহন করবে। টুর্নামেন্ট আয়োজন করার জন্য ৫০ হাজার মার্কিন ডলার, ভারতীয় মুদায় যা প্রায় ৪১ লক্ষ টাকা খরচ হতে পারে। ২০১৮ সালে এই চ্যাম্পিয়নশিপ আয়োজনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা ভারতে আয়োজন করা হয়নি।
এখনও পর্যন্ত দেশে সিনিয়র এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়নি। সহদেব জানিয়েছেন, এই চ্যাম্পিয়নশিপের পর তিনি ২০২৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্যও বিড করবেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নেবে চীন, ইন্দোনেশিয়া, উত্তর কোরিয়া, জাপানের মতো দেশ।