Rampurhat Massacre: বগটুই গণহত্যার সরকারিভাবে মৃত বেড়ে ১০ জন

বীরভূমের রামপুরহাটের বগটুই গ্রামে গণহত্যার (Rampurhat Massacre) ঘটনায় বাড়ল নিহতের সংখ্যা। সরকারিভাবে মৃত দশ জন। তবে এলাকাবাসীর দাবি নিহত কমকরেও ১২ জন। অভিযোগ কিছু দেহ লোপাট করা হয়েছিল।

Advertisements

বগটুই গণহত্যার ঘটনায় রবিবার সকালে মৃত্যু হলো আতাহারা বিবি নামে আরও এক মহিলার। গত ২১ মার্চ রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয় স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। অভিযোগ, বালি ও পাথর পাচারের বখরা নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দলে এই খুন হয়।

ভাদু শেখ খুনের বদলা নিতে বগটুই গ্রামে ১০ টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় সে রাতে। পরদিন সকালে আটজনের পোড়া মৃতদেহ উদ্ধার করা হয়। দিন কয়েক পর রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক মহিলার মৃত্যু হয়। কিন্তু এলাকাবাসী বলেছেন, নিহতের সংখ্যা আরও বেশি।

Advertisements

জখম আতাহারা বিবি দীর্ঘ একমাস চিকিৎসাধীন ছিলেন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারি হিসেবে আগেই এক নাবালিকা, এক পুরুষ সহ সাত মহিলার মৃত্যু হয়েছিল।

বগটুই গণহত্যার ঘটনায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের ভূমিকা খতিয়ে দেখতে চায় সিবিআই। তবে অনুব্রত গোরু পাচার মামলায় সিবিআই জেরার আগেই অসুস্থ হন। তিনি হাসপাতাল থেকে ছুটি পেলেও এখনও সিবিআই জেরাতে হাজিরা দেননি।