বিজেপি সাংসদের কনভয়ে হামলার জেরে গর্জে উঠলেন শুভেন্দু

raju-bista-convoy-attack-darjeeling-suvendu-adhikari-tmc

কলকাতা, ১৮ অক্টোবর ২০২৫: পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের উত্তেজনা। দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার কনভয়ে হামলার অভিযোগ ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। শনিবার সুকিয়াপোখরির কাছে মাসধুরায় এই হামলার ঘটনা ঘটে। বিজেপি অভিযোগ করেছে, তৃণমূলের ‘গুণ্ডারা’ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।

শুভেন্দু অধিকারীর তীব্র নিন্দা

বিজেপি বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স-এ (টুইটার) পোস্ট করে লেখেন— “আমার সহকর্মী দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তার ওপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা করছি। এর আগে খগেন মুর্মু ও ডা. শঙ্কর ঘোষের ওপরও প্রাণঘাতী আক্রমণ হয়েছিল। এবার বিস্তার কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।”

   

অধিকারী আরও অভিযোগ করেন, রাজু বিস্তার সাম্প্রতিক বন্যার পর ত্রাণকাজ এবং মানুষের পাশে থাকার কাজ তৃণমূল কংগ্রেসকে অস্বস্তিতে ফেলেছে। সেই কারণেই তাকে চুপ করাতে এ ধরনের হামলা চালানো হচ্ছে।

হামলার পরিস্থিতি

স্থানীয় সূত্রে খবর, রাজু বিস্তার কনভয় যখন মাসধুরা দিয়ে যাচ্ছিল, তখন কিছু দুষ্কৃতী গাড়িগুলিকে লক্ষ্য করে হামলা চালায়। অভিযোগ, পাথর ছোঁড়া ও গাড়ি ঘেরাওয়ের চেষ্টা হয়। কনভয়ে থাকা কর্মীদের কয়েকজন আহত হন বলে জানা গেছে।

তবে পুলিশ এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তৃণমূলের কোনো নেতাকর্মীর জড়িত থাকার কথা স্বীকার করেনি। তদন্ত শুরু হয়েছে।

বিজেপির পাল্টা সুর

বিজেপি নেতৃত্বের দাবি, রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই। তাঁদের অভিযোগ, বিরোধীদের কণ্ঠ রোধ করতেই শাসকদল এ ধরনের ‘রাজনৈতিক সন্ত্রাসে’ মদত দিচ্ছে। শুভেন্দু অধিকারী লিখেছেন, “এই কাপুরুষোচিত হামলা কেবল আমাদের লড়াইয়ের জেদ আরও বাড়াবে। রাজু বিস্তার পাশে রয়েছেন শুধু দার্জিলিঙবাসী নয়, গোটা বাংলার মানুষ।”

তৃণমূলের প্রতিক্রিয়া

তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাঁদের বক্তব্য, বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতেই এ ধরনের নাটক সাজাচ্ছে। তৃণমূলের দাবি, রাজ্যে শান্তি বিঘ্নিত করার জন্য বিজেপিই পরিকল্পিতভাবে সংঘর্ষের পরিবেশ তৈরি করছে।

বারবার টার্গেট বিজেপি সাংসদ-এমএলএরা

গত কয়েক মাসে একাধিকবার বিজেপি সাংসদ ও বিধায়কদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সম্প্রতি মালদহের সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক ডা. শঙ্কর ঘোষের ওপর আক্রমণ ঘিরেও উত্তপ্ত হয়েছিল রাজনীতি। এবার দার্জিলিঙের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করল।

রাজ্যে পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে বিজেপি ও তৃণমূলের রাজনৈতিক সংঘাত আরও প্রকট হয়ে উঠছে। রাজু বিস্তার কনভয়ে হামলার অভিযোগ কেবল রাজ্যের রাজনৈতিক আবহকেই নয়, নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে। বিজেপি বলছে—এতে তাদের লড়াই থামবে না, বরং আরও জোরদার হবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন