TMC: টাকার বিনিময়ে আমাকে… তৃণমূল নেতার বিরুদ্ধে ফের সরব পাপিয়া

ফের বিষ্ফোরক রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর পাপিয়া হালদারের অভিযোগ যুব তৃণমূল নেতা টাকার বিনিময়ে দলে তাকে নিষ্ক্রিয় থাকার নিদান দেন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হেনস্থার…

ফের বিষ্ফোরক রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর পাপিয়া হালদারের অভিযোগ যুব তৃণমূল নেতা টাকার বিনিময়ে দলে তাকে নিষ্ক্রিয় থাকার নিদান দেন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় হেনস্থার অভিযোগ আগেই তুলেছিলেন পাপিয়া। পাল্টা অভিযোগ করেছিলেন তৃণমূলের যুব নেতা প্রতীক দে।

রাজপুর-সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার সম্প্রতি রীতিমত বোমা ফাটান। অভিযোগ করেন তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এলাকার তৃণমূল যুব-নেতা প্রতীক দে। রাজী না হওয়ায় হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। এবার প্রতীকের বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ তৃণমূল কাউন্সিলরের।

   

তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার দাবি করেন যে প্রতীক তাকে বলেছেন, “দলের কোথায় কী হবে, ওয়ার্ডের কোথায় কী হবে, সেটা আমি ঠিক করব, সেটা বলে দেব, সেই ভাবেই হবে, এবং তোমাকে তার পরিপ্রেক্ষিতে প্রত্যেক মাসে ৫০ হাজার টাকা করে দিয়ে দেব।“

অভিযোগের প্রতিক্রিয়ায় তৃণমূলের যুব নেতা প্রতীক দে জানান, “অভিযোগের সত্যতা প্রমাণ করার জন্য দল তদন্ত করুক।“ কাউন্সিলরের অভিযোগ সামনে আসতেই শোরগোল পড়ে যায়।

ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দেন বাম নেতা সুজন চক্রবর্তী। সুজন চক্রবর্তী বলেন, “দুর্নীতি অথবা দুর্নীতি না এটা প্রকাশ হবে তখন যখন ব্যক্তিগত সম্পর্কে চির ধরবে। এটা কোথায় যাচ্ছি আমরা পশ্চিমবাংলাটাকে নিয়ে?” রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “এদের সব খাওয়া হয়ে গিয়েছে। এতো চরিত্রের মনুমেন্ট এরা।“

রাজপুর-সোনারপুর পুরসভার পুরপ্রধান স্পষ্ট করে দেন ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা ঘামাতে নারাজ পুর-কর্তৃপক্ষ।