বাংলার নতুন রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) হচ্ছেন রাজীব সিনহা। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকেই অনুমোদন দিলেন রাজ্যপাল। নতুন কমিশনার পাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাই হচ্ছেন নতুন নির্বাচন কমিশনার। অবশেষে নবান্নের দেওয়া নামেই রাজ্যপাল অনুমোদন দিয়েছেন।
রাজভবন থেকে ফাইল পাঠানো হচ্ছে নবান্নে। নতুন কমিশনার হিসেবে রাজীব সিনহার দায়িত্ব গ্রহণ সময়ের অপেক্ষা। সম্প্রতি, প্রাক্তন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয়। তারপর থেকে ওই আসন ফাঁকা ছিল। রাজভবনে নাম পাঠানো হলেও তাতে অনুমোদন মেলেনি। এই নিয়ে অসন্তোষও প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্নের তরফে কমিশনার পদের জন্য প্রথম পছন্দই ছিল রাজীব সিনহা। প্রথমেই তাঁর নাম পাঠানো হয়েছিল রাজভবনে। এরপর রাজ্যপাল সি ভি আনন্দ বোস দ্বিতীয় নাম চেয়ে পাঠান। রাজ্য এ আর বর্ধনের নাম পাঠিয়েছিল।
কমিশনার বাছাই নিয়ে, ফের একবার রাজ্য ও রাজ্যপালের সংঘাতের পরিস্থিতিও তৈরি হয়। তবে শেষ পর্যন্ত রাজভবন সিলমোহর দেওয়ায় সেই দ্বন্দ্ব মিটল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। পঞ্চায়েত নির্বাচনের আর খুব বেশি দেরি নেই, এই পদপূরণ জরুরি ছিল বলে মনে করেছিলেন মমতা।