HomeShort NewsCBI: একের পর এক পুরসভায় সিবিআই হানা, দুর্নীতির তদন্ত চলছে

CBI: একের পর এক পুরসভায় সিবিআই হানা, দুর্নীতির তদন্ত চলছে

- Advertisement -

একাধিক পুরসভায় সিবিআই (CBI) হানা শুরু। ফের রাজ্য সরগরম।নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি চলছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলার পুরসভাগুলোতে সিবিআই তল্লাশি চলছে।

জানা গিয়েছে, সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে সিবিআই ঢুকেছে। তল্লাশি চলছ চুঁচুড়া, শান্তিপুর, ব্যারাকপুর পুরসভায়। পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই টিম ঢুকেছে। নিয়োগ করার আগে বিজ্ঞপ্তির কপি প্রার্থীদের তালিকা সংগ্রহ করছে সিবিআই।

Advertisements

জানা যাচ্ছে উত্তর ও দক্ষিণ বঙ্গের আরও পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই তদন্তকারী দল যাবে। নজরে আছেন একাধিক হেভিওয়েট নেতা।

Advertisements

সর্বশেষ সংবাদ শিরোনাম

এই সংক্রান্ত আরও সংবাদ