১ ঘণ্টার মধ্যে বদলে যাবে সবকিছু, ঝড়-বৃষ্টির সঙ্গে হবে বজ্রপাত

দেশের বহু রাজ্যে বর্ষার যাত্রা শুরু হয়ে গিয়েছে, আবার কিছু রাজ্যে তপ্ত গরমে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে রীতিমতো। দুপুর তো অনেক বড় বিষয়, সকালে অবধি…

rain 2 ১ ঘণ্টার মধ্যে বদলে যাবে সবকিছু, ঝড়-বৃষ্টির সঙ্গে হবে বজ্রপাত

দেশের বহু রাজ্যে বর্ষার যাত্রা শুরু হয়ে গিয়েছে, আবার কিছু রাজ্যে তপ্ত গরমে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে রীতিমতো। দুপুর তো অনেক বড় বিষয়, সকালে অবধি মানুষ এখন এই গরমের ভয়ে বেরোতে চাইছেন না। যাইহোক, এখন বহু রাজ্যের অবস্থা রীতিমতো বানভাসি। যেমন প্রথমেই আসা যাক সিকিমের বিষয়ে। সেখানে রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি ভেঙে গিয়েছে। হরপা বানের মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। কিন্তু এখানেই শেষ নয়, এবার আগামী ১ ঘণ্টার মধ্যে আকাশ ফাটানো বৃষ্টি (Rainfall Alert) নামতে চলেছে। আর সকাল সকাল এমনই পূর্বাভাস জারি করল আইএমডি (IMD)।

আজ রবিবার আইএমডির তরফে জানানো হয়েছে, আগামী ১ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, পশ্চিম আসাম, মেঘালয়, পশ্চিম অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কিছুক্ষণের মধ্যে মণিপুর, পূর্ব বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং ওড়িশায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ফলে আপনিও যদি বাড়ি থেকে বেরনোর পরিকল্পনা করে থাকেন তাহলে ছাতা সঙ্গে রাখতে কিন্তু ভুলবেন না।

   

অন্যদিকে ভারী বৃষ্টির জেরে শনিবার উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে আগরতলা ও আসামের বরাক উপত্যকার মধ্যে সংযোগকারী আটটি ট্রেন দু’দিনের জন্য বাতিল করা হয়েছে। লামডিং-বদরপুর পার্বত্য শাখায় ভারী বৃষ্টিপাত ও আবহাওয়া দফতরের সতর্কতার জেরে এই আটটি ট্রেন বাতিল করা হচ্ছে।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে-এর মুখপাত্রের মতে, দূরপাল্লার ট্রেনগুলি গতি বিধি মেনে চলতে থাকবে। গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস, গুয়াহাটি-দুলভছেরা এক্সপ্রেস, রঙ্গিয়া-শিলচর এক্সপ্রেস এবং শিলচর-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস এবং আজ ও আগামীকাল তাদের ফেরার যাত্রা বাতিল হবে। আবহাওয়া দফতরের সতর্কবার্তার পর লামডিং-বদরপুর পার্বত্য অঞ্চল দিয়ে যাওয়া দূরপাল্লার ট্রেনগুলি সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে গতি সীমাবদ্ধ রেখে চলবে।