কালবৈশাখীর কামব্যাক! ঝড়-বৃষ্টিতে টালমাটাল হতে পারে দক্ষিণবঙ্গ

কলকাতা: গ্রীষ্মের দাবদাহে বৃষ্টির পরশ৷  দক্ষিণবঙ্গ জুড়ে ফের ফিরছে ঝড়বৃষ্টি ও কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার (৪ মে) থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হতে…

Rain forecast South Bengal

কলকাতা: গ্রীষ্মের দাবদাহে বৃষ্টির পরশ৷  দক্ষিণবঙ্গ জুড়ে ফের ফিরছে ঝড়বৃষ্টি ও কালবৈশাখী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার (৪ মে) থেকে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হতে চলেছে বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়া-সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতি চলতে পারে ৮ মে পর্যন্ত।

প্রায় সব জেলায় ঝড়-বৃষ্টি

কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় আগামী কয়েকদিন ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া, কোনও কোনও জায়গায় তা পৌঁছতে পারে ৫০ কিলোমিটার পর্যন্ত।

   

আবহাওয়ার এই পরিবর্তনে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে খোলা ছাদ বা খোলা জায়গায় না থাকার জন্য জারি হয়েছে সতর্কবার্তা।

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস Rain forecast South Bengal

শুধু দক্ষিণবঙ্গ নয়, বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন সেখানেও আকাশ থাকবে মেঘলা, বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা প্রবল।

তাপমাত্রা থাকবে একই রকম, সাময়িক স্বস্তি বৃষ্টিতে

তাপমাত্রায় কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে বিক্ষিপ্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার কারণে দিনের কিছু সময় সামান্য স্বস্তি মিলতে পারে গরমের দাপট থেকে।

সতর্কবার্তা সাধারণ মানুষের জন্য

বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার প্রভাব মাথায় রেখে, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে বলা হয়েছে। চলমান এই পরিস্থিতিতে যতটা সম্ভব ঘরে থাকার এবং নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

West Bengal: Rain & thunderstorms forecast for South Bengal from May 4-8! Chance of lightning and squalls in Kolkata & other districts. Alipore Met Dept issues alert.