Weather Update: উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

Weather Update: বেশ কয়েকদিন ধরেই গোটা রাজ্য জুড়ে চলছে প্রবল বৃষ্টিপাত। তবে রাজ্যের বেশ কিছু জেলায় আবহাওয়া যেন একটু শান্ত হয়েছে। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী এবার ফের প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা।

Rain siligui

Weather Update: বেশ কয়েকদিন ধরেই গোটা রাজ্য জুড়ে চলছে প্রবল বৃষ্টিপাত। তবে রাজ্যের বেশ কিছু জেলায় আবহাওয়া যেন একটু শান্ত হয়েছে। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী এবার ফের প্রবল বৃষ্টিতে ভিজছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা।

Advertisements

এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে তুমুল বৃষ্টি না হলেও ১৫ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

Advertisements

২২ ও ২৩ অগাস্ট মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিনে উত্তরবঙ্গে ধেয়ে আসবে ভারী বৃষ্টি।

মঙ্গলবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় জারি হয়েছে কমলা সতর্কতা। এরসঙ্গেই দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভবনা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৩ থেকে ২৫ আগস্ট উত্তরবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের পাঁচ জেলা তথা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।