ভ্রমণপিপাসুদের জন্য দারুণ সুখবর,পুজের মরসুমে চলবে একগুচ্ছ স্পেশাল ট্রেন

দুর্গাপুজো মানেই সকলের শুধুমাত্র রাত জেগে ঠাকুর দেখার প্ল্যান থাকে তা কিন্তু নয়, এই সময়ে অনেকের আবার দূরে কোথাও ভ্রমণের প্ল্যান থাকে৷ কারণ সারাবছর কেউ…

train cancel copy ভ্রমণপিপাসুদের জন্য দারুণ সুখবর,পুজের মরসুমে চলবে একগুচ্ছ স্পেশাল ট্রেন

দুর্গাপুজো মানেই সকলের শুধুমাত্র রাত জেগে ঠাকুর দেখার প্ল্যান থাকে তা কিন্তু নয়, এই সময়ে অনেকের আবার দূরে কোথাও ভ্রমণের প্ল্যান থাকে৷ কারণ সারাবছর কেউ সেইভাবে ছুটি না পেলেও পুজোর চারটি দিন সকলেরই প্রায় ছুটি৷

তাই বন্ধুদের সঙ্গে হোক বা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান কম-বেশি সকলেরই থাকে৷ কিন্তু কোথাও বেড়াতে গেলে সবার প্রথমে যে বিষয়টি মাথায় আসে তা হল যাতায়াত ব্যবস্থা৷ সেই সঙ্গে পকেটের দিকটাও মাথায় রাখতে হয় সকলকেই৷ তাই ফ্লাইট নয় সকলেই ভরসা করেন ট্রেনযাত্রাকে৷ সেই কারণে কোথাও বেড়াতে যাওয়ার আগে টিকিট বুকিং করেন প্রায় দুই মাস আগে থেকেই৷ এতে দামও কমে অনেকটা৷

   

সমস্যার বিষয় হল দুই মাস আগে থেকে ট্রেনের টিকিট বুকিং করলেও বেশিরভাগ সময়েই টিকিট কনর্ফাম হয়না বললেই চলে৷ তবে চিন্তার কিছু নেই৷ সকলের জন্য রয়েছে দারুণ এক সুখবর৷ আগামী ২ মাস ধরে দেশের বিভিন্ন প্রান্তে চলবে উৎসবের মরসুম। দুর্গাপুজো থেকে শুরু করে নবরাত্রি, দীপাবলি,ছট পূজার মতো উৎসবে মেতে উঠবেন আট থেকে আশি সকলেই৷ তাই এই উৎসবের মরসুমে এবারও পুজো স্পেশাল ট্রেনের (Special Train) ব্যবস্থা করেছে রেল।

পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে,সাধারণ মানুষের আনন্দ যাতে করে মাটি না হয় সেই কারণে মোট ৪০টি স্পেশাল ট্রেন৷ আগামী ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অর্থাৎ ২ মাস এই ট্রেনগুলি চলবে। ট্রেনগুলিতে থাকবে ৪ লক্ষ বার্থ। ফলে টিকিট পেতে কোনও অসুবিধা হবে না বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ।

তবে সকলের মনে এখন প্রশ্ন রয়েছে যে এই স্পেশাল ট্রেনগুলি কোন শাখায় চলবে৷ সেই বিষয় নিয়ে রেলের তরফ থেকে জানা গিয়েছে, হাওড়, শিয়ালদহ শাখা থেকে ছাড়বে৷ স্পেশাল ট্রেনগুলি ছাড়াও একাধিক ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন, আসানসোল, ভাগলপুর, মালদা টাউন স্টেশন থেকে। দিঘা, পুরী, পাটনা, নিউ জলপাইগুড়ির মতো একাধিকস্টেশনে যাবে ট্রেনগুলি।