কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা, উত্তরবঙ্গে আসছেন রেলমন্ত্রী

   কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে দিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। সোমবার রেল দূর্ঘটনার খবর পেয়েই জরুরি বৈঠকের ডাক দেন তিনি। দিল্লির রেলের…

kanchanjangha expressa accident
  

কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে দিল্লিতে জরুরি বৈঠকে বসেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব। সোমবার রেল দূর্ঘটনার খবর পেয়েই জরুরি বৈঠকের ডাক দেন তিনি। দিল্লির রেলের কন্ট্রোলরুম থেকেই গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন তিনি। জানা গিয়েছে, ইতিমধ্যে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়ছেন তিনি। ‘গ্রাউন্ড সিচুয়েশন’খতিয়ে দফায় দফায় রেলের তরফ থেকে খোঁজ নেওয়া হচ্ছে । ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল। ট্রেনের কামরা থেকে আহতদের বের করছেন উদ্ধারকারীরা।

গ্যাস কাটার দিয়ে রেলের কামরা কেটে ভেতরে প্রবেশ করছেন তাঁরা। ইতিমধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। আহতের সংখ্যা ৩০ ছাড়িয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গে এই মুহূর্তে আবহাওয়া খারাপ থাকায় উদ্ধার কার্যে সমস্যার মুখে পড়তে হয়েছে উদ্ধারকারী দলকে। জানা গিয়েছে ঘটনাস্থলে রয়েছেন দার্জিলিং জেলার জেলাশাসক, এসপি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। দুর্ঘটনার জেরে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গের রেল চলাচল। খুব দ্রুতই রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।

   

ভয়ে কাঁটা রাজ্যপাল! নবান্নকে বিশেষ চিঠি আনন্দ বোসের, কী লিখলেন?

তবে দুর্ঘটনার জেরে বন্দে ভারতসহ বেশকিছু ট্রেনের গতি পথ পরিবর্তন করা হয়েছে। এদিন সকাল ৮ টা ৪৫ মিনিটে রাঙাপানি স্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। একই লাইনে পেছন থেকে এসে একটি মালগাড়ি ট্রেনটিকে ধাক্কা মারে। এদিকে গোটা ঘটনায় শোকপ্রকাশ করে এক্স প্রোফাইলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়। ভয়াবহ রেল দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূও। এক্স প্রোফাইলে ঘটনার শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি গোটা পরিস্থিতির ওপর নজর রাখার কথা জানিয়েছেন।