Rahul Gandhi: ওই দেখা যায় রাহুল.. অধীরের গড়ে ন্যায় যাত্রা

পশ্চিমবঙ্গের দুই কংগ্রেস ঘাঁটি মালদা ও মুর্শিদাবাদে রাহুল গান্ধীর (Rahul Gandhi)ন্যায় যাত্রায় প্রবল সাড়া পড়েছে। যদিও শাসকদল তৃণমূলের নেত্রী মুর্শিদাবাদ সফর থেকে ফের জানান, কোনও…

পশ্চিমবঙ্গের দুই কংগ্রেস ঘাঁটি মালদা ও মুর্শিদাবাদে রাহুল গান্ধীর (Rahul Gandhi)ন্যায় যাত্রায় প্রবল সাড়া পড়েছে। যদিও শাসকদল তৃণমূলের নেত্রী মুর্শিদাবাদ সফর থেকে ফের জানান, কোনও জোট হবে না। জেলার সর্বশেষ পঞ্চায়েত ভোটে যেভাবে কংগ্রেস ও বাম শিবির জোট করেছিল তা অটুট। সূত্রের খবর মুর্শিদাবাদ ও ও মালদা উত্তর লোকসভা আসনে বাম প্রার্থীদের সমর্থন করবে কংগ্রেস। গতি কয়েকটি ভোটের পরিসংখ্যান ও জোটের অঙ্কে এই দুটি আসনেই জোট শক্তিশালী বলে রাজনৈতিক বিশ্লেষণ। ত্রিমুখী লড়াই হবে তৃণমূল বনাম জোট বনাম বিজেপির। এই অঙ্ক ধরেই মুর্শিদাবাদের সফরে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার পথে সামিল সিপিআইএম।

জানা যাচ্ছে, কংগ্রেস শিবির থেকে রাহুল গান্ধীর কাছে একটি বিশেষ রিপোর্ট এসেছে। এই রিপোর্টে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে মমতার শাসনে সংঘ পরিবারের রমরমা। আর সিপিআইএমের দাবি, বিজেপির মেরুদণ্ড সংঘ পরিবারের ঘনিষ্ঠ মমতা। তিনি কখনও আরএনএসের বিরুদ্ধে যাবেন না। সূত্রের খবর, এই রিপোর্ট পেয়ে দিল্লিতে কংগ্রেস হাইকমান্ডের সাথে কথা বলেন রাহুল গান্ধী। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানিয়েছেন, কংগ্রেস ও বাম জোট লড়াই করছে।

কংগ্রেস ও তৃণমূলের পারস্পরিক কাদা ছোঁড়াছুঁড়ির মাঝে সিপিআইএমের তরফে মমতাকে বাদ দিয়ে চলার বার্তা যায় রাহুল গান্ধীর কাছে। জঙ্গীপুরের পিয়ারাপুরের আমবাগানে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন সিপিআইএম নেতৃত্ব। বৈঠকে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, জামির মোল্লা, শতরূপ ঘোষ, সোমনাথ ভট্টাচার্য।

সেলিম বলেন ‘লড়াই আরএসএস, বিজেপির বিরুদ্ধে। মমতা ব্যানার্জি আরএসএসের বিরুদ্ধে না বলে রাহুল গান্ধী, কংগ্রেস, অধীর চৌধুরি, সেলিমের বিরোধিতা করে যাচ্ছেন কেন?’’ সেলিম বলেন, ‘‘ তৃণমূলের জন্ম আরএসএসের সাহায্য। ওরা আরএসএসের বিরুদ্ধে যেতে পারবে না। কারণ ওরা কংগ্রেস ভেঙে তৈরি হয়েছে বিজেপির সাথে যাওয়ার জন্য।’’

বুধবার বিহার থেকে মালদায় ঢোকার সময় রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙার ঘটনায় অধীর ইঙ্গিতে তৃণমূল বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। এরপরেই মুর্শিদাবাদ থেকে মমতা সরাসরি বলেন রাহুল গান্ধীর গাড়ির কাঁচ ভাঙা অযথা নাটক।