Purulia: দফায়-দফায় তৃণমূল-বাম সংঘর্ষ রঘুনাথপুরে, হুমকি দিচ্ছে দু’পক্ষ

আদ্রায় তৃ়ণমূল কংগ্রেস নেতা ধনঞ্জয় চৌবেকে প্রকাশ্যে গুলি করে খুনের পর থেকে (Purulia) পুরুলিয়া সরগরম। এই রাজনৈতিক খুনের পর এবার জেলার রঘুনাথপুরে তৃ়ণমূল কংগ্রেস ও…

আদ্রায় তৃ়ণমূল কংগ্রেস নেতা ধনঞ্জয় চৌবেকে প্রকাশ্যে গুলি করে খুনের পর থেকে (Purulia) পুরুলিয়া সরগরম। এই রাজনৈতিক খুনের পর এবার জেলার রঘুনাথপুরে তৃ়ণমূল কংগ্রেস ও সিপিআইএমের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতি। সংঘর্ষ চলে রঘুনাথপুর ২ ব্লকের কলাগাড়া গ্রামে।

পঞ্চায়েত ভোটের প্রচারের মাঝেই তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ সিপিআইএমের। তবে অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। জানা যাচ্ছে কলাগাড়া গ্রাম থেকে বহু বাসিন্দা পালিয়েছেন। তারা দূরবর্তী ক্ষেত ও জঙ্গলের মধ্যে ঢুকেছেন বলেই জানা গিয়েছে।

   

সংঘর্ষ থামাতে কলাগাড়া গ্রামে পুলিশ যায়। কিছু গ্রামবাসীর বক্তব্য গুলি চালিয়েছিল পুলিশ। তবে পুলিশ গুলি চালানোর কথা অস্বীকার করেছে।