Purulia: টানা অবরোধে দক্ষিণবঙ্গের জঙ্গলমহল অন্তর্গত জেলাগুলির সাথে হাওড়া-কলকাতা সহ পুরো রাজ্য সড়ক ও ট্রেন যোগাযোগে বিচ্ছিন্ন। টানা ৫ দিন চলছে অবস্থান বিক্ষোভ (Kurmi Protest)। কুড়মি সম্প্রদায়ের দাবি, তফশিলী তালিকার অন্তর্ভুক্তি। আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিত প্রসাদ মাহাত বলেছেন, গতবার রেল অবরোধের সময় আমাদেরকে বলা হয়েছিল দেড় মাসের মধ্যেই ব্যবস্থা করা হবে। কিছুই হয়নি। আমরা অন্যায় দাবি করছি না।
আন্দেলন তীব্র করতে ৯ই এপ্রিল থেকে পুরুলিয়ার কোটশিলা জংশন ও রাঁচি-পুরুলিয়া রাজ্য সড়ক অবরুদ্ধ করতে চলেছে আদিবাসী কুড়মি সমাজ।
এদিকে পুরুলিয়ার কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে অবস্থান বিক্ষোভের জেরে ওড়িশা, ঝাড়খন্ড থেকে হাওড়া যাওয়ার সব ট্রেন চলাচল বন্ধ। ফলে দক্ষিণ পূর্ব রেলের তরফে পরপর বাতিল হচ্ছে ট্রেন। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার বিস্তির্ণ অংশে বিক্ষোভ ছড়াচ্ছে।
অবরোধের জেরে বাতিল দূরপাল্লার ট্রেনগুলি
- হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস
- লোকমান্য তিলক টার্মিনাস-রাঁচি এক্সপ্রেস
- ভাস্কো দ্য গামা জশিডি এক্সপ্রেস,
- আলাপুঝা-ধানবাদ এক্সপ্রেস
- সেকেন্দ্রাবাদ-পাটনা স্পেশাল
এছাড়াও একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল। আন্দোলনের জেরে পুরুলিয়ার আদ্রা ডিভিশনে বিপর্যস্ত হয়ে পড়েছে ট্রেন চলাচল।আদ্রা পুরুলিয়া শাখার ৫৮ টি ট্রেন বাতিল করা হয়েছে।
কুড়মি সম্প্রদায়কে তফশিলি উপজাতির আওতায় আনতে হবে। কুড়মালি ভাষাকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। সারনা ধর্মের স্বীকৃতি দিতে হবে। এমনই একাধিক দাবিতে লাগাতার আন্দোলন চলছে।