Purulia: তপন কান্দুর সহানুভুতি ও বাম সমর্থনে ৬ গুণ ভোটে ঝালদায় জয়ী কংগ্রেস

CM Race Heats Up in Karnataka as Congress Weighs Two Heavyweights
CM Race Heats Up in Karnataka as Congress Weighs Two Heavyweights

পুরলিয়ার ঝালদা পুরসভার নিহত কাউন্সিলর তপন কান্দুর প্রতি সহানুভূতির হাওয়া যেমন ছিল তেমনই ছিল এলাকার বাম ভোটারদের সমর্থন। এর জেরে ভোট বাড়ল প্রায় ছয় গুণ।

Advertisements

পুরভোটে ঝালদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিলেন কংগ্রেসের তপন কান্দু। তাঁকে গুলি করে খুন করা হয়। এরপর বিস্তর বিতর্ক, সিবিআই তদন্ত সবমিলে তপন কান্দু খুন ইস্যু এখনও বিতর্কিত।

   

ঝালদায় নিহত কাউন্সিলর তপন কান্দুর ওয়ার্ডে উপনির্বাচনে জয় পেলেন তাঁর ভাইপো মিঠুন কান্দু। গণনা শেষে মিঠুন জয়ী হন ৭৭৮ ভোটে। তিনি হারান তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগন্নাথ রজককে। জয়ী মিঠুন কান্দু বলেন, এই জয় আসলে তাঁর কাকার জয়। মানুষই তাঁকে জিতিয়েছেন।

উপনির্বাচনে তপন কান্দুর প্রতি সমর্থন করে বামফ্রন্ট। সেই ভোট গেছে কংগ্রেসের দিকে। পরাজিত টিএমসি প্রার্থীর অভিযোগ, দলীয় অন্তর্ঘাতে হারলাম।

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements