সরকারি নিষেধাজ্ঞা উড়িয়ে চলছিল মোষের লড়াই (Bull Fight)। সেটা দেখতে বহু দর্শক উপস্থিত হন। সেখানেই ঘটে ধুন্ধুমার। লড়াইয়ের ময়দান ছেড়ে শিং বাগিয়ে একটি মোষ প্রবল গতিতে দর্শকদের দিকে তেড়ে যায়। এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কয়েকজন জখম। ঘটনাস্থল পুরুলিয়ার (Purulia) পাড়া এলাকার হাতিমারা গ্রাম।
জানা যাচ্ছে মোষের শিংয়ের আঘাত পেটে লেগে মারা গেছেন স্থানীয় বাসিন্দা রথু বাউরি। এই ঘটনার পর হাতিমারা গ্রামবাসীরা চুপ করে গেছেন।
মোষকে পুরুলিয়া তথা রাঢ় বাংলায় স্থানীয় ভাষায় বলা হয় কাড়া। সেই মোষ লড়াই বা কাড়া লড়াই দেখতে এদিন হাজার খানেক দর্শক এসেছিলেন হাতিমারা গ্রামে। দুর্গা পুজোর পর থেকে শীতকাল জুড়ে এই মোষের লড়াই হয় পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে।
অভিযোগ, দুর্ঘটনার আশঙ্কায় মোষের লড়াই বন্ধ করেছে সরকার। তারপরেও চলছে এই খেলা। অত্যন্ত জনপ্রিয় মোষের লড়াই