Purulia: পুলিশ গোয়েন্দা অফিসে রহস্যজনক আগুনে ছাই সব নথি

পুরুলিয়ার (Purulia) জেলা পুলিশ গোয়েন্দা বিভাগের দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই বহু গুরুত্বপূর্ণ নথি। এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন ধরার কারণ নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন।

প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।  মঙ্গলবার সকাল সাড়ে ছ'টা নাগাদ পুড়ে ছারখার হয়ে গেছে পুরুলিয়া পুলিশ দফতরের গোয়েন্দা বিভাগ।

পুরুলিয়ার (Purulia) জেলা পুলিশ গোয়েন্দা বিভাগের দফতরে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই বহু গুরুত্বপূর্ণ নথি। এ নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন ধরার কারণ নিয়ে তৈরি হচ্ছে প্রশ্ন। জেলা পুলিশ কর্মকর্তারা আপাতত কিছু বলতে চাইছেন না। তবে গোয়েন্দা দফতরের গুরুত্বপূর্ণ নথি ছাই হয়ে গেছে তা নিশ্চিত।

প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।  মঙ্গলবার সকাল সাড়ে ছ’টা নাগাদ পুড়ে ছারখার হয়ে গেছে পুরুলিয়া পুলিশ দফতরের গোয়েন্দা বিভাগ। শহরের ভগৎসিং মোড়ে অবস্থিত ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অফিসে আগুন লাগে। ঘটনাস্থলে রয়েছে পুলিশ এবং দলকল। অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

Advertisements

সরকার গোপন নথি পুড়ে যাওয়ার পিছনে কোনও অন্তর্ঘাত ? এমন প্রশ্ন উঠছে। বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় রাজ্যে বারবার সরকারি নথি আগুনে পুড়ে যাচ্ছে ।