Purulia: বিলাসবহুল তাঁবুতে অভিষেকের নিশিযাপন নিরাপত্তায় থাকছে সাপুড়ে-হুলা পার্টি

সাপ ধরবে সাপুড়ে। হাতি তাড়াবে হুলা পার্টি। বাঁদর যদি উতপাত করে তার জন্য আছে লোক। এরাই ছড়িয়ে আছেন (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাত্রিযাপন তাঁবুর চারিদিকে।…

Abhishek Banerjee Extends Birthday Greetings to Prime Minister Modi

সাপ ধরবে সাপুড়ে। হাতি তাড়াবে হুলা পার্টি। বাঁদর যদি উতপাত করে তার জন্য আছে লোক। এরাই ছড়িয়ে আছেন (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাত্রিযাপন তাঁবুর চারিদিকে। এমনই দাবি তৃ়ণমূল নেতাদের। এছাড়া সরকারি নিরাপত্তার বলয় থাকছে। পঞ্চায়েত ভোটের জন্য পুরুলিয়ায় (Purulia) নবজোয়ার কর্মসূচি করছেন (TMC) তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তবে দলটি নির্বাচন কমিশনের নজরে সর্বভারতীয় নয়- আঞ্চলিক।

নবজোয়ার কর্মসূচির পুরুলিয়া পর্বে অভিষেকের তাঁবু পড়েছে জেলার বান্দোয়ানে। এখানকার সুপুরডি বনাঞ্চলে থাকবেন অভিষেক। গরমের সময় হাতি, সাপের উপদ্রব বেশি। ফলে অ়ভিষেকের নিরাপত্তায় সাপুড়ে, হুলা পার্টি তৈরি।

   

বান্দোয়ানের সুপুরডির টিএমসি নেতারা সাপুড়ে ও হুলা পার্টি রাখার কথা স্বীকার করেছেন। তারা বলেছেন, অভিষেকের জন্য ব্যবস্থা করা হয়েছে। যাতে তাঁর রাতে যেন কোনও অসুবিধা না হয়।

Advertisements

এদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে অভিষেককে জেরা করেছে সিবিআই। তার বয়ান নিয়ে জেলে থাকা কুন্তল ঘোষকে পুনরায় জেরা করে সিবিআই। বিশিষ্ট আইনজীবীরা বলছেন, এই মামলার তদন্ত যে কোনও সনয় মোড় নিতে পারে।

বাঁকুড়ায় নবজোয়ার কর্মসূচির সময় সিবিআই ডেকেছিল অভিষেককে। এবার তাঁর পুরুলিয়া সফর।