East Bengal FC: মশাল ব্রিগেডের সঙ্গে যুক্ত হয়ে কি বলছেন দেলগাডো? জানুন

গতকাল ফেসবুক পেজ থেকে একটি রিল আপলোড করা হয় ইস্টবেঙ্গল (East Bengal FC) ক্লাবের তরফ থেকে। যেখানে দেখা যায় স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত বল হাতে…

Dimas Delgador Kuadrat

গতকাল ফেসবুক পেজ থেকে একটি রিল আপলোড করা হয় ইস্টবেঙ্গল (East Bengal FC) ক্লাবের তরফ থেকে। যেখানে দেখা যায় স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত বল হাতে নিয়ে নিজের পরিচয় দেওয়ার পর আলাপ করিয়ে দিচ্ছেন তার বিদেশি সহকারী কোচে সঙ্গে। তিনি দিমাস দেলগাডো।

বিগত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্র মারফত শোনা যাচ্ছিল তার লাল-হলুদ পরিবারে আসার কথা। অবশেষে শিলমোহর পড়ল তাতে। আগামী দুই মরশুমের জন্য ইমামি ইস্টবেঙ্গলে আসছেন তিনি। তবে ভারতীয় ফুটবলে তার আবির্ভাব নতুন নয়। বছর কয়েক আগে কুয়াদ্রাত বেঙ্গালুরু এফসিতে কোচ থাকাকালীন দলের সঙ্গে ছিলেন দেলগাডো। সেবার ফুটবলার হিসেবে পরিচিত পেলেও এবার কোচ হিসেবে আসছেন এই স্প্যানিশ তারকা।

   

East Bengal FC: সম্ভবত ইস্টবেঙ্গল ছাড়ছেন ইভান গঞ্জালেস, বদলে কাকে আনবে দল

যারফলে, কোচিং করানোর ক্ষেত্রে তিনি একেবারেই নতুন হলেও খেলোয়াড় হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন তিনি। এশিয়া থেকে শুরু করে ইউরোপের প্রথম ডিভিশনে ও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। মূলত কাতালোনিয়ার ক্লাবের হয়ে প্রফেশনাল ফুটবলার হিসেবে শুরু করলেও পরবর্তীতে বার্সেলোনায় চলে যান দেলগাডো। সেখানে গিয়ে যুব দলের হয়ে খেলেন দুইটি মরশুম। তারপর নুমানসিয়ার। সেখানে দীর্ঘ বেশকিছু বছর থাকার পর চলে আসেন কার্তানায়। শেষ মরশুম সিডনি তে। তবে এবার কোচিং করানোর ক্ষেত্রে নিজের ক্যারিয়ার শুরু করতে চান দেলগাডো। সেইজন্য ই এবার তাকে ভারতে ডেকে নেন লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত।

East Bengal FC: লাল-হলুদে প্রায় নিশ্চিত এই তারকা মিডফিল্ডার, চিনুন এই তারকাকে

তবে ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে কি বলছেন তিনি? গতকাল লাল-হলুদের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার পর এই তারকা বলেন, “আমি বলে বোঝাতে পারব না যে আমি কতটা খুশি। ইমামি ইস্টবেঙ্গলের মতো ক্লাবের অংশ হতে পারা সত্যি খুব গর্বের। কোচ কার্লোস কুয়াদ্রাত ও সহকারী কোচ বিনো জর্জের সঙ্গে যৌথভাবে কাজ করে ইস্টবেঙ্গল কে সাফল্য এনে দিতে চাই। যাতে দলের পুরোনো গৌরব ফিরে আসে।” শেষে “জয় ইস্টবেঙ্গল ” বলে শেষ করেন নিজের বক্তব্য। বলাবাহুল্য, গত কয়েক বছর ধরে একেবারেই চেনা ছন্দে নেই লাল-হলুদ ব্রিগেড। তাই আগামী মরশুমে কুয়াদ্রাতের কাঁধে ভর করেই সাফল্যের সরনীতে ফিরতে চাইছে কলকাতার এই প্রধান।