Sunday, December 7, 2025
HomeWest BengalPurba Medinipur: লোকসভা ভোটে TMC-র হাল কেমন হবে বলে দিলেন শুভেন্দু

Purba Medinipur: লোকসভা ভোটে TMC-র হাল কেমন হবে বলে দিলেন শুভেন্দু

- Advertisement -

চার পুরনিগম ভোটের দিন তৃণমূল কংগ্রেস সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করলেন বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, নির্বাচন কমিশন দলদাসে পরিণত হয়েছে, যত এই রকম করবে সাপ হয়ে যাবে।

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর অভিযোহ, স্থানীয় তারাচাঁদবাড় গ্রামে বেশ কিছু মানুষের উপর নির্মম অত্যাচার করা হয়েছে। সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, সরকারটাই তো ভুয়ো, তারা মানুষের উপর বিশ্বাস করে না। এদের নৃশংসতা, বর্বরতা, নির্মমতা, সেটা সাধারণ মানুষ দেখল।

   

আসন্ন পৌর ভোট নিয়ে নির্বাচন কমিশনের উপর আঙুল তুললেন তিনি। শুভেন্দু বলেন ২০২৪ সালে লোকসভা নির্বাচনে প্রত্যেকটি আসনেই প্রার্থী দেবে বিজেপি। টিএমসিকে এক্সপোজ করাটাই আমাদের কাজ। এদের রাজনৈতিক নগ্নতা রাজ্যসহ সারাদেশ দেখল।

এদিকে পূর্ব মেদিনীপুরেই বিজেপির ধস চলছে। বিজেপি থেকে টিএমসিতে রোজই যোগ দিচ্ছেন সমর্থকরা। জেলা বিজেপি নেতৃত্বের আশঙ্কা পৌরভোটে ভরাডুবি হতে চলেছে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular