Purba Medinipur: এগরায় দুই ফুলের দোস্তি,বিজেপির নেতা তৃণমূলের মণ্ডপে এসে আপ্লুত

BJP-Congress clash

এগরায় ফের দল বদলের খেলা! বিশ্বকর্মা পূজা উপলক্ষে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলায় তৃণমূলের শ্রমিক সংগঠনের অনুষ্ঠানে দেখা গেল বিজেপি নেতাকে। যদিও শুধু সৌজন্যের খাতিরে অনুষ্ঠানে এসেছিলেন বলে দাবি বিজেপি নেতার। তবে শুধুই কি সৌজন্য নাকি নেপথ্যে রয়েছে দলবদলের ইঙ্গিত। এই গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানউতর।

বিশ্বকর্মা পূজা উপলক্ষে তৃণমূলের শ্রমিক সংগঠনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে মাইক হাতে নিয়ে বক্তব্য রাখলেন বিজেপি নেতা। তিনি এগরা দু’নম্বর ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ। তথা বিজেপি নেতা সুর্যেন্দু বর্মন। তৃণমূলের মঞ্চে দাঁড়িয়ে বিজেপি নেতাকে সম্বর্ধনা। বিজেপি নেতার মুখে শোনা গেল সৌজন্যের কথা। এ বিষয়ে বিজেপি নেতা সূর্যেন্দু বর্মন জানিয়েছেন, ” ওরা কোন পার্টি করে আর না করে সেই চিন্তা-ভাবনা নিয়ে আমি কখনো যাইনি। যেহেতু সনাতনী ধর্মের বিশ্বকর্মা পুজো। আমি এই পুজো উপলক্ষে গিয়েছি”।

   

তবে এখানেই উঠছে এক প্রশ্ন শুধুই কি সৌজন্য নাকি দলবদলের আগে খুঁটি শক্ত করছে বিজেপি নেতা! যদিও এ বিষয়ে বিতর্ক উসকে দিয়েছে তৃণমূল। এগরার তৃণমূল ব্লক সভাপতি রাজকুমার দুয়ারী জানিয়েছেন,” এখনো আসেনি আগামী দিনে নিশ্চিত ভাবে আপনারা জানতে পারবেন। তৃণমূল সরকারের উন্নয়ন মা মাটির সরকারের উন্নয়ন। অনেক পরিবর্তন আপনারা দেখতে পারবেন সে পরিবর্তনের দিকে এগোনো হচ্ছে”। দলীয় নেতার পাশে দাঁড়িয়েছে বিজেপিও। তারা জানিয়েছে, ‘আমরা এগরা দু’নম্বর ব্লকে তৃণমূলের মেরুদন্ডটা ভেঙে দিয়েছি। এবং অনেক বড় বড় নেতৃত্ব যোগাযোগ করছে আমাদের দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য”।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন