East Bengal : লাল-হলুদের নজরে এই অজি ডিফেন্ডার, চিনে নিন

হাতে মাত্র আর দুটো দিন। তারপরেই শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগের দশম মরশুম। সেজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে প্রত্যেকটি দল। গতবারের সমস্ত কিছু ভুলে এবার…

Dylan Fox

হাতে মাত্র আর দুটো দিন। তারপরেই শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগের দশম মরশুম। সেজন্য শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে প্রত্যেকটি দল। গতবারের সমস্ত কিছু ভুলে এবার নতুন করে শুরু করাই এখন একমাত্র লক্ষ্য সকলের। তবে এসবের মাঝেই এবার লাল-হলুদের (East Bengal) চিন্তা বাড়িয়েছে অজি ফুটবলার জর্ডন এলসের চোট।

বর্তমানে যা পরিস্থিতি তাতে আগামী জানুয়ারীর আগে পাওয়া মুশকিল দলের এই ভরসাযোগ্য ডিফেন্ডারকে। যারফলে, তার বিকল্প হিসেবে একাধিক ফুটবলারের নাম উঠে আসতে শুরু করেছে লাল-হলুদের অন্দর থেকে। প্রথমদিকে প্যালেস্টাইনের জাতীয় দলের তারকা মহম্মদ সালাহের নাম উঠে আসলেও পরবর্তীতে সেই নিয়ে আর তেমন কিছু জানা যায়নি। তারপর উঠে আসে ইরাকের এক ডিফেন্ডারের নাম, এখনো পর্যন্ত তার সাথে যোগাযোগ করা হলেও অন্যান্য ফুটবলারদের দিকেও নজর রাখছে ইমামি ইস্টবেঙ্গল দল।

এবার তাদের নজরে অজি সেন্টার ব্যাক ডিলন ফক্সের দিকে। ভারতীয় ফুটবল লিগে যথেষ্ট পরিচিত এই তারকা। একটা সময় অস্ট্রেলিয়ার লিগ জয়ী দল সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলতেন তিনি। পরবর্তীতে ভারতে এসে যোগদান করেন জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড দলে। সেখান থেকে পরের মরশুমে চলে আসেন এফসি গোয়া দলে।

তার পারফরম্যান্স দেখে সন্তুষ্ট হয়ে গোয়া দল থেকে এই অজি তারকাকে ছিনিয়ে নেয় চিমা চুকুদের জামশেদপুর এফসি। শেষ মরশুমে সেই দলের জার্সিতেই খেলতে দেখা গিয়েছিল এই তারকা ফুটবলারকে। শোনা যাচ্ছে, এবারের আইএসএল মরশুমের কথা মাথায় রেখে এবার নাকি তাকেই সই করাতে চলেছে কার্লোস কুয়াদ্রাতের ইমামি ইস্টবেঙ্গল ফুটবল দল।

তবে এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি কোনো কিছু। তবে দুই একদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু। উল্লেখ্য, এবারের ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে খেলতে গিয়ে গুরুতর চোট পান জর্ডান এলসে। যারফলে, হঠাৎ করেই মাঠ থেকে তুলে নিতে হয় এই তারকা ফুটবলারকে। পরবর্তীতে জানা যায় তার চোটের পরিস্থিতি। সেইমতো আইএসএলের প্রথম লেগের জন্য ভরসাযোগ্য ডিফেন্ডার খুঁজছে লাল-হলুদ ব্রিগেড।