HomeWest BengalPurba Medinipur: জুনপুট সৈকতে নিখোঁজ উচ্চমাধ্যমিক ছাত্রের দেহ উদ্ধার

Purba Medinipur: জুনপুট সৈকতে নিখোঁজ উচ্চমাধ্যমিক ছাত্রের দেহ উদ্ধার

- Advertisement -

কাঁথির জুনপুটে বগুড়ানজালপাইতে সমুদ্র সৈকতে স্নান করতে নেমে তলিয়ে যাওয়ার উচ্চ মাধ্যমিক ছাএের দেহ উদ্ধার হল সোমবার সকাল ৬ টা সময় শৌলা গঙ্গা মন্দিরে সামনে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার হয়। পরে পরিবারের লোকেরা মৃতদেহটি শনাক্ত করেন। মৃত যুবক শেখ মিনাজ (১৯)। তার বাড়ি পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার কাঁথি শহরের ৫ নং ওয়ার্ডে মনোহরচক এলাকায় বাসিন্দারা।

রবিবার দিনভর জুনপুট উপকুল থানার ওসি প্রতিমা বায়েন নেতৃত্বে যন্ত্রচালিত নৌকা নিয়ে সমুদ্রে.চলে তল্লাশি। মিনাজের এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা ছিল এবং এছাড়াও একটি মোবাইল রিপেয়ারিংয়ের দোকান চালাতেন। সোমবার সকাল ৬ টা নাগাদ শৌলা গঙ্গা মন্দিরে সামনে নিখোঁজ যুবকের দেহ উদ্ধার করে জুনপুট উপকূল থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হবে।

   

কাঁথি পুরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি বলেন ” মৃত যুবকের পরিবারের পাশে রয়েছি। আগামী দিনের সব রকমের সহযোগিতার আশ্বাস দেন”। জুনপুট উপকূল থানার ওসি প্রতিমা বায়েন বলেন “সোমবার সকালে নিখোঁজ যুবক দেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তে কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠানো হবে। পরিবারে লোকেরা মৃতদেহটি শনাক্ত করেছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে “।

শনিবার সকালে কয়েকজন চারজন বন্ধু বাইকে করে কাঁথির জুনপুটে বগুড়ানজালপাইতে সমুদ্র সৈকতে বেড়াতে যান। জোয়ার সময়ের সমুদ্র স্নানে নেমে দু’জন বন্ধু তলিয়ে যায়। একজনকে উদ্ধার করা সম্ভব হলেও, কিন্তু শেখ মিরাজ তলিয়ে যায়। এক কিশোরের কথায়, মিনাজ এবং সঙ্গী অর্ণব মাইতি তলিয়ে যেতে থাকেন। এই অবস্থা দেখে আমি ও অভিজিৎ পাহাড়ী নিজেদের রক্ষা করে তাঁদের কোনওরকমে টেনে তোলার চেষ্টা করি। অর্ণবকে কোনওভাবে উদ্ধার করা গেলেও মিনাজ ভেসে যান। এদিকে তাঁরা ভয় পেয়ে পাড়ে উঠে এসে বাইকে পালিয়ে আসে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular