Purba Bardhaman: বর্ধমান জংশনে যাত্রীদের উপর ভেঙে পড়ল জলের ট্যাংক

ফের বর্ধমান জংশনে বড়সড় দুর্ঘটনা। এবার প্ল্যাটফর্মের উপরেই যাত্রীদের মাথার উপর ভাঙল জলের ট্যাংক। বহু যাত্রী গুরুতর জখম। ভয়াবহ পরিস্থিতি| পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার…

Purba Bardhaman Station

short-samachar

ফের বর্ধমান জংশনে বড়সড় দুর্ঘটনা। এবার প্ল্যাটফর্মের উপরেই যাত্রীদের মাথার উপর ভাঙল জলের ট্যাংক। বহু যাত্রী গুরুতর জখম। ভয়াবহ পরিস্থিতি| পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলার বর্ধমান জংশন হলো হাওড়া-শিয়ালদহ থেকে আসানসোল হয়ে দিল্লি ও উত্তরবঙ্গ যাওয়ার সর্বাধিক গুরুত্বপূর্ণ জংশন।

   

Purba Bardhaman

২০২০ সালে হুড়মুড়িয়ে ভেঙেছিল বর্ধমান স্টেশনের মূল প্রবেশ পথে থাকা পুরনো ভবনের একাংশ। সেবার দোতলার বারান্দা ও তিনতলা ছাদের একাংশও ভেঙে পড়েছিল। এবার ভাঙল প্ল্যাটফর্মের উপর জলের বিশাল ট্যাংক।

Purba Bardhaman

ভয়াবহ দুর্ঘটনা বর্ধমান স্টেশনে। 2 ও 3 নং প্লাটফর্মের মাঝে জলের ট্যাঙ্ক হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাত্রীদের উপর। যাত্রীদের উদ্ধার চলছে। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

ট্যাঙ্ক ভেঙে কতজন চাপা পড়েন তা স্পষ্ট নয়। পরিস্থিতি এমনই যে যাত্রীরা বারবার এই স্টেশনে দুর্ঘটনার জন্য রেলের যাত্রী সুরক্ষার দিকে অভিযোগের আঙুল তুলছেন। বেসরকারীভাবে আসছে মৃত্যুর খবর