বাম থেকে তৃণমূল কংগ্রেস হয়ে বিজেপিতে যাওয়া সাংসদ সুনীল মন্ডলকে দেখেই গ্রামবাসীরা তেড়ে গেলেন। অসহায় পুলিশ। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে তাঁর সংসদীয় এলাকায় চরম ক্ষোভ রয়েছে। বুধবার সেটার বহি:প্রকাশ হলো।
পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ২নং ব্লকের দেয়াসীন গ্ৰামের মালঞ্চ ব্রিজের দীর্ঘ দু বছর পর কাজ দেখতে এসে সাংসদ সুনীল মণ্ডল পড়লেন বিক্ষোভের মুখে।গ্ৰামবাসীরা ঘিরে ধরে বলতে থাকেন ব্যাটা চোর চোর। টাকা খেয়েছে। মোদীর দালাল। শুভেন্দু অধিকারীর দালাল। প্রবল বিক্ষোভের মুখে সাংসদকে এলাকা ছাড়তে হয়।
টিএমসি সাংসদ সুনীল মন্ডল বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতা ধরে রাখতেই তিনি ঘোষণা করেন,তৃণমূলে ছিলাম তৃণমূলেই আছি।
সুনীল মণ্ডল দলত্যাগী হিসেবে সুপরিচিত। বামফ্রন্ট আমলে তিনি ফরওয়ার্ড ব্লকে ছিলেন। বাম জমানার পর টিএমসি হন। বিধানসভা ভোটের আগে বিজেপিতে চলে যান। সাংসদকে একপ্রকার গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।