Purba Bardhaman: তৃণমুলী রবীন্দ্রনাথের হুমকি বাম আমলের চাকরি খেয়ে নিতে হবে

সদ্য অনুব্রত মণ্ডলের থেকে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) অজয় তীরের কেতুগ্রাম, মঙ্গোলকোটের মতো উত্তেজনাপূর্ণ এলাকার সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন কাটোয়ার (Katwa) তৃণমূল কংগ্রেস (TMC) বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় (Rabindranath Chatterjee)। নিজেকে প্রমাণ করতে তিনি দিলেন গরম ভাষণ। কাটোয়ার তৃণমূল বিধায়ক বলেন, আগামী দিনে সিপিএমের চাকরি খেয়ে নিতে হবে।

Advertisements

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে ইডি সিবিএসই তদন্তে জেরবার শাসক দল তৃণমূল কংগ্রেস। কোটি কোটি টাকা, বিপুল বেআইনি সম্পত্তি মিলেছে তৃণমূল নেতাদের ঘর থেকে। সিবিআই তদন্তে একাধিক তৃণমূল নেতাদের নাম জড় অভিযোগ, প্রভাব খাটিয়ে আবার কখনও টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তৃণমূলের ঘনিষ্ঠ বৃত্তের লোকজন। এর জেরে পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ করতে নেমে বেজায় অস্বস্তিতে পড়তে হচ্ছে শাসক দলের নেতাদের।

   

পরিস্থিতি বুঝে গরম ভাষণে ভরসা তৃণমুলের। সৌগত রায়ের হামলা চলছেই। এবার বিস্ফোরক মন্তব্য করলেন কাটোয়ার বিধায়ক। তৃণমূল নেতা বলেন, সিপিএমের প্রাক্তন জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিকের ছেলে, সিপিএমের প্রাক্তন পুর চেয়ারম্যান এর ভাগ্নে, তৎকালীন সিপিএমের দোর্দন্ডপ্রতাপ নেতা নিখিলন্দ সরের ছেলে ও সিপিএম নেতাদের আত্মীয়-স্বজনরা ভুয়ো ডিগ্রি নিয়ে চাকরি করছে। আগামী দিনে এদের চাকরি খেয়ে নিতে হবে। তাঁর দাবি, এই কলেজের বেশিরভাগ অধ্যাপক ও কর্মী সিপিএম-এর আমলে স্বজনপোষণের মাধ্যমে চাকরি পেয়েছেন।

বাম আমলে কাটোয়ায় গড়ে উঠেছিল বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটেকনিক কলেজ। সেই কলেজে বাম নেতারা তাঁদের ঘনিষ্ঠ মহলের লোকেদের চাকরি দিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। 

বাম আমলে বারবার কাটোয়াতে জয়ী হয়ে সিপিআইএমের গলার কাঁটা ছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এখন তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনি। তাঁর ঠান্ডা মস্তিষ্ক নিয়ে জেলার রাজনৈতিক মহলে চর্চা হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements