Purba Bardhaman: শক্তিগড়ে ১২ ঘণ্টা পরেও অচল পরিস্থিতি, হাওড়া-ধানবাদ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

শক্তিগড় হল বর্ধমান হাওড়া শাখার মেন ও কর্ড লাইনের সংযোগ স্টেশন

পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) শক্তিগড়ে (Shaktigarh) লোকাল ট্রেন বেলাইন হওয়ার ১২ ঘণ্টা পরেও স্বাভাবিক নয় হাওড়া ও আসানসোল হয়ে ধানবাদ পর্যন্ত ট্রেন চলাচল। একাধিক স্টেশনে দাঁড়িয়ে আছে দূরপাল্লার ট্রেনগুলি। পূর্ব রেলের হাওড়া ও বর্ধমানের মধ্যে মেন ও কর্ড লাইনের মধ্যে ট্রেন চলাচল সাময়িক বন্ধ।

শক্তিগড় হল বর্ধমান হাওড়া শাখার মেন ও কর্ড লাইনের সংযোগ। ফলে ধানবাদ, আসানসোল, বর্ধমান হয়ে হাওড়া যাওয়ার ট্রেন চলাচল বন্ধ।

   

ডাউন বর্ধমান-ব্যান্ডেল লোকাল বুধবার রাত ৯ টা ২০ মিনিটে শক্তিগড় স্টেশনে ঢোকার মুখে বেলাইন হয়। লাইন মালগাড়ির সঙ্গে লোকাল ট্রেনের সংঘর্ষ হয়। সিগনালিং ব্যবস্থার ত্রুটির কারণে এই দুর্ঘটনা। গতরাত থেকে চলছে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন