Purba Bardhaman: সপ্তমীতে সাপের ফোঁস ফোঁস, বর্ধমানের দুর্গা পুজোর প্যান্ডেলে তীব্র আতঙ্ক

সাত সকালে সবেমাত্র সপ্তমীর পুজো প্রস্তুতি চলছিল। এমন সময় ফোঁস ফোঁস শব্দ। বিরাট এক সাপের আগমণ। ভয়ে সিঁটিয়ে গেলেন প্যান্ডেলে থাকা কয়েকজন। তারপর হই হই…

Purba Bardhaman: সপ্তমীতে সাপের ফোঁস ফোঁস, বর্ধমানের দুর্গা পুজোর প্যান্ডেলে তীব্র আতঙ্ক

সাত সকালে সবেমাত্র সপ্তমীর পুজো প্রস্তুতি চলছিল। এমন সময় ফোঁস ফোঁস শব্দ। বিরাট এক সাপের আগমণ। ভয়ে সিঁটিয়ে গেলেন প্যান্ডেলে থাকা কয়েকজন। তারপর হই হই কান্ড। সাপে মানুষে চলল টানাটানি। পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) সদর শহর বর্ধমানের বাজেপ্রতাপপুরের একটি দুর্গা পুজোর প্যান্ডেলে সাপ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়ায়।

শনিবার ভোর চারটে নাগাদ পূর্ব বর্ধমানের বাজে প্রতাপপুরে দুর্গা মন্ডপ থেকে উদ্ধার হল বিশাল আকৃতির গোখরো সাপ। স্থানীয় মালির বাগান শ্রী সংঘ ক্লাবের পুজো মন্ডপের সামনে ভোর চারটেয় এদিন হঠাৎই গোখরোর দেখা মেলে। স্থানীয় কজনের নজরে আসতেই ‌বিষয়টি দীঘি থানা ও ‌বন দফতরকে খবর দেওয়া হয়।

ইতিমধ্যেই সাপটি একটি পথ কুকুরকে কামড়ায় ও কিছুক্ষণের মধ্যে কুকুরটি মারা যায়। খবর পেয়ে বন দফতর কর্মী এলাকায় এসে উপস্থিত হন। ক্যাচার সহ অন্য দক্ষতার সাথে গোখরো সাপকে জ্যান্ত উদ্ধার করে নিয়ে যায় তারা। স্বস্তির নিঃশ্বাস ফেলে স্থানীয়রা। পুজোর সময় ভয়ে কাঁটা ছিল এলাকাবাসী।

Advertisements

এদিকে পুজো মণ্ডপে গোখরো ঢুকে যাওয়ায় আতঙ্কের পাশাপাশি সামাজিক মাধ্যমে শুরু হয়েছে কটাক্ষ। অনেকেই বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক সংলাপ নকল করে বলছেন মণ্ডপে মিঠুন ঢুকেছে। উল্লেখ্য মিঠুন বিজেপির জনসভা থেকে নিজেকে গোখরো বলে দাবি করেছিলেন।