Purba Bardhaman: ইডি জেরা এড়িয়ে গলসিতে জনসমুদ্রে ভাসলেন সায়নী ঘোষ

জেরা এড়িয়ে প্রচার! তৃণমূল কংগ্রেস যুবনেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) দেখা গেল (Purba Bardhaman) পূর্ব বর্ধমানের গলসিতে। দলের হয়ে পঞ্চায়েত ভোটের প্রচাারে তিনি। টলিউড অভিনেত্রী…

জেরা এড়িয়ে প্রচার! তৃণমূল কংগ্রেস যুবনেত্রী সায়নী ঘোষকে (Saayoni Ghosh) দেখা গেল (Purba Bardhaman) পূর্ব বর্ধমানের গলসিতে। দলের হয়ে পঞ্চায়েত ভোটের প্রচাারে তিনি। টলিউড অভিনেত্রী তথা তৃণমূল যুববনেত্রীর বিপুল সম্পত্তি নিয়ে সন্দিহান ইডি। বুধবার তাকে দ্বিতীয় দফায় জেরা করতে ডেকেছিল ইডি। তিনি যাননি।

Advertisements

গলসিতে দলীয় প্রচারে আসা মাত্র সায়নী ঘোষকে বিরাট সংবর্ধনা দেয় স্থানীয় তৃণমূল কংগ্রেস। জনসমুদ্র তৈরি হয়। প্রথম দফায় জেরার আগে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ছিলেন সায়নী। জেরার নোটিশ পেয়ে ‘নিখোঁজ’ হয়েছিলেন। তবে জেরায় হাজিরা দেন। জেরা শেষে বেরিয়ে বলেছিলেন যতবার ডাকবে ততবার আসব। 

বিজ্ঞাপন

জেরায় আসতে পারবেন না বলে তৃণমূল যুবনেত্রী তথা টলিউড অভিনেত্রী সায়নী ঘোষ চিঠি দেন ইডিকে।ইমেল করে ৫৩০ পাতার নথি পাঠিয়েছেন সায়নী। এদিন ভোরে টলিউড অভিনেত্রী ও তৃণমূল যুবনেত্রী সায়নী ঘোষ এদিন খুব ভোরে একটি গাড়িতে চেপে তার বাড়ি থেকে বেরিয়ে যান।

দ্বিতীয় দফার জেরায় ইডির তরফে সায়নী ঘোষের আয়-ব্যায় নথি, সম্পত্তির খতিয়ান নিয়ে আসতে বলা হয়। হাজিরা না দিয়ে ইমেলে নথি পাঠিয়েছেন তৃ়ণমূল যুবনেত্রী বলে জানা যাচ্ছে।

নিয়োগ দুর্নীতির তদন্তে সায়নীকে প্রথম দফার জেরায় বিস্তর অসঙ্গতি পান ইডি গোয়েন্দারা। পঞ্চায়েত ভোটের আগে দ্বিতীয় দফার জেরায় হাজিরা দিলেন না তিনি।