Purba Bardhaman: পুলিশের ঘরে ডাকাতির তদন্তে পুলিশই ‘ফেল’! নামল সিআইডি

দিনের পর দিন চুরি ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্কিত পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) ছোড়া কলোনীর কারগিল পাড়ার বাসিন্দা। সম্প্রতি, এক পুলিশ কর্মী সুশান্ত বিশ্বাসের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় এখনও কুল কিনারা করতে পারেনি পুলিশ। শেষমেশ তদন্তে নামল সিআইডি।

জানা গেছে, মঙ্গলবার পাঁচ সদস্যের সিআইডি আধিকারিকের একটি দল ও তিন সদস্যের ফরেন্সিক বিভাগের একটি দল সুশান্তবাবুর বাড়িতে আসেন। কিছু নমুনা সংগ্রহ করেন তারা। সায়ন্তী বিশ্বাস, পরিবারের সদস্য বলেন, “ওনারা তদন্ত করছেন। জুতোর ছাপ, আঙুলের ছাপ দেখছেন। ওনারা বিভিন্ন প্রশ্ন করেছেন।”

   

উল্লেখ্য, গত শনিবার রাত্রিবেলা ছোড়া কলোনীর কারগিলপাড়ায় সুশান্ত বিশ্বাস নামে এক পুলিশকর্মীর বাড়িতে ডাকাতির ঘটনার ঘটে। সশস্ত্র ডাকাতদল ওই পুলিশ কর্মীর বাড়িতে হানা দিয়ে সুশান্তবাবুকে বেঁধে রাখেন। পরিবারের অন্যান্য সদস্যদের অস্ত্র দেখিয়ে লুটপাট করে।

শুধু তাই নয়, পাড়ার এক যুবক তাদের প্রতিহত করতে গেলে তাঁকে ভোজালি দিয়ে এলোপাথাড়ি কোপায় অভিযুক্তরা। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এলাকায় কোনও ভাড়াটিয়া এলে তার সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশকে জানাতে হবে। এই নির্দেশ জারি করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন