Purba Bardhaman: ‘সবাই বলছে চোরের গ্রাম’, জ্যোতিপ্রিয়র নাম নিতে লজ্জা এলাকাবাসীর

স্বাধীনতা সংগ্রামী শক্তিপদ মল্লিকের ছোট ছেলে বাংলার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককের গ্রেফতারির খবরে তোলপাড় পড়ে গিয়েছে পূর্ব-বর্ধমানের মন্তেশ্বরের পূর্ব-খাঁপুর গ্রাম। গ্রামবাসীরা বলছেন আগে খাদ্যমন্ত্রীর গ্রামের লোক…

স্বাধীনতা সংগ্রামী শক্তিপদ মল্লিকের ছোট ছেলে বাংলার বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককের গ্রেফতারির খবরে তোলপাড় পড়ে গিয়েছে পূর্ব-বর্ধমানের মন্তেশ্বরের পূর্ব-খাঁপুর গ্রাম। গ্রামবাসীরা বলছেন আগে খাদ্যমন্ত্রীর গ্রামের লোক বলতে তারা গর্ববোধ করতেন এখন লজ্জা লাগে। এখন কোথাও গেলে বলবে, চোরের গ্রামের ছেলে।গ্রামের লোকজন চান সঠিক তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বেরিয়ে আসুক।

মন্তেশ্বরের বামুনপাড়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব-খাঁপুর গ্রামে রয়েছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের পৈত্রিক বাড়ি। এখনই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা। তারপর কলকাতায় পড়াশোনা। সেখানে এখনও রয়েছে মাটির দেওয়াল আর টিনের চালার সাবেকি বাড়ি। অদূরে পারিবারিক জমিতে জ্যোতিপ্রিয় মল্লিকের নিজস্ব প্রাসাদসম বাড়ি রয়েছে। উঁচু পাঁচিল ঘেরা বিশাল জায়গার উপর থাকা বাড়িটিও তাক লাগানো। ওই বাড়ির মূল ফটকের দেওয়ালে থাকা ফলকে লেখা রয়েছে স্বর্গীয় পিতা শক্তিপদ মল্লিক ও স্বর্গীয় মাতা নবনলিনী মল্লিকের স্মৃতির উদ্দেশ্যে বাড়িটির নামকরণ ‘নবশক্তি ভবন’।

   

কংগ্রেসে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন বালু। পরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। উত্তর ২৪ পরগনা জেলায় তৃণমূলের দীর্ঘদিন জেলা সভাপতি ছিলেন তিনি। বিরোধীদের অভিযোগ তাঁর মন্ত্রী হওয়ার পর এই গ্রামে তাঁর সম্পত্তি কয়েকগুন বেড়েছে। তার দাদা দেবপ্রিয় মল্লিকের বাড়িও এই গ্রামে রয়েছে। একজন স্বাধীনতা সংগ্রামীর ছেলের নামে-বেনামে এত সম্পত্তি কীভাবে ? একদিকে বিরোধীরা যেমন প্রশ্ন তুলছে ,তেমন গ্রামবাসীরা চাইছে সঠিক তদন্তের মাধ্যমে আসল সত্যি সামনে আসুক।

উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) কয়েক ঘণ্টা তল্লাশি চলার পর বাড়ি থেকে জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে। একের পর এক নেতা মন্ত্রীরা জেলে যেতেই ক্রমেই চাপ পড়ছে মমতা সরকার।