HomeWest Bengalবীভৎস কান্ড: বনগাঁয় ১৪টি কুকুরকে বিষ দিয়ে খুন

বীভৎস কান্ড: বনগাঁয় ১৪টি কুকুরকে বিষ দিয়ে খুন

- Advertisement -

বীভৎসতা দেখে শিউরে গেলেন বনগাঁবাসী (Bangaon)। এমনও হয়। সার সার কুকুর মারা হয়েছে বিষ দিয়ে। আলোড়ন পড়েছে সর্বত্র। রাজ্যে ফের পথ কুকুরদের খুনের ঘটনায় পশুপ্রেমী সংগঠনগুলি সরব।

খাবারের সঙ্গে কীটনাশক মিশিয়ে ১৪টি পথ কুকুরকে মেরে ফেলার অভিযোগ উঠল বনগাঁয়। এ ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার নিমতলা ফুলবাড়ি এলাকার।

   

কেন এতগুলো নিরীহ কুকুরকে বিষ দিয়ে মারা হলো এই প্রশ্নে এলাকাবাসী ক্ষুব্ধ। অভিযোগ, স্থানীয় এক বাসিন্দার দিকে। এলাকাবাসীরা বলছেন একান্ত সরকার নামে এই ব্যক্তি কুকুরদের খুন করেছে।

রবিবার সকাল থেকে এলাকায় পরপর কুকুর মৃত্যুর ঘটনা ঘটে। কমপক্ষে ১৪টি কুকুরের মৃত্যু হয়েছে। আরও অসুস্থ হয়ে পড়েছে কয়েকটি কুকুর। তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় বাসিন্দারা দোষীকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করেন। গোপালনগর থানায় অভিযুক্ত একান্ত সরকারের নামে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে ।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular