HomeEntertainmentThe Kerala Story: রাজ্যের প্রেক্ষাগৃহে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ নিয়ে জোড়া জনস্বার্থ...

The Kerala Story: রাজ্যের প্রেক্ষাগৃহে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ নিয়ে জোড়া জনস্বার্থ মামলা

- Advertisement -

রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে নিষিদ্ধ করা হয়েছে দ্য কেরালা স্টোরি (The Kerala Story) সিনেমাটির প্রদর্শনী। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে জমা পড়ল জোড়া জনস্বার্থ মামলা। উল্লেখ্য, হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। মামলাকারী অনিন্দ্য সুন্দর দাসের আবেদন, এইভাবে নোটিফিকেশন জারি করে সিনেমা বন্ধ করা যায় না।

এটা বাকস্বাধীনতায় হস্তক্ষেপের সামিল বলে দাবি মামলাকারারী এবং সেই কারণে রাজ্যের ওই নির্দেশ খারিজ করার আবেদন করেছেন মামলাকারীর আইনজীবী।

   

উল্লেখ্য,‌‌ দ্বিতীয় মামলাকারী দেবদত্ত মাঝিরও আবেদন, রাজ্যের জারি করা এই নির্দেশ খারিজ করুক আদালত। এই ভাবে সিনেমা নিষিদ্ধ করা যায় না বলেই বক্তব্য মামলাকারী দেবদত্ত মাঝির আইনজীবীর। দুটি জনস্বার্থ মামলাই জরুরি ভিত্তিতে শুনানির জন্য আবেদন করা হয়েছে এবং আগামী সপ্তাহেই মামলা দুটির শুনানির সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত, গত ৫ মে মুক্তি পেয়েছে সুদীপ্ত সেন পরিচালিত দ্য কেরালা স্টোরি সিনেমাটি। সিনেমাটি মুক্তি পাওয়ার আগে থেকেই শুরু হয়েছিল বিতর্ক।
সেই বিতর্কের মাঝেই গত ৮ মে রাজ্য সরকারের তরফে ওই সিনেমাটির রাজ্যের প্রেক্ষাগৃহগুলিতে প্রদর্শনী নিষিদ্ধ করে বলা হয়েছে, সিনেমাটি প্রদর্শিত হলে, তা ‘শান্তিভঙ্গের কারণ হতে পারে’ এবং ‘রাজ্যের শান্তি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য এবং হিংসা ও অশান্তির ঘটনা এড়াতে’ এটি দরকার ছিল।

উল্লেখ্য, রাজ্যে দ্য কেরালা স্টোরি সিনেমাটি নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে চলচ্চিত্রের নির্মাতারা। আগামী ১২ মে মামলাটির শুনানি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular