দোষীদের গ্রেপ্তারের দাবিতে বাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ শ্রমিকদের

Protesting workers

জোর করে পার্টি অফিস দখল ও শ্রমিকদের মারধর করার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করে বনগাঁ থানায় ডেপুটেশন দিল বাস (bus services) ও ই-রিকশা ইউনিয়নের শ্রমিকেরা। শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিলে কয়েকশো শ্রমিক অংশ নেয়।

বাস শ্রমিকরা বলেন,আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। জন্ম লগ্ন থেকে দল করি।তৃনমূলের বনগাঁ সাংগঠনিক আইএনটিটিইউসি সভাপতি নারায়ণ চন্দ্র ঘোষের নেতৃত্বে অমিত বোস সহ একাধিক শ্রমিক নেতার উপস্থিতিতে আমাদের মারধরের ঘটনা ঘটেছে৷ নারায়ন বাবু সিপিএম থাকাকালীন তৃণমূল শ্রমিকদের উপর অত্যাচার করত। এখনো অত্যাচার করছে। যতক্ষণ দোষীরা গ্রেপ্তার না হবে আমরা আন্দোলন চালিয়ে যাব।

   
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন