Birbhum: মুরারই স্টেশনে অবরোধ, উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ থমকে আছে

বীরভূমের (Birbhum) মুরারইতে রেল অবরোধ। স্টপেজ বাড়ানো-সহ একাধিক দাবিতে মুরারই স্টেশনে রেললাইনে বসে বিক্ষোভ নিত্যযাত্রীদের সংগঠন মুরারই নাগরিক কমিটির।

Protesters Block Murarai Railway Station

বীরভূমের (Birbhum) মুরারইতে রেল অবরোধ। স্টপেজ বাড়ানো-সহ একাধিক দাবিতে মুরারই স্টেশনে রেললাইনে বসে বিক্ষোভ নিত্যযাত্রীদের সংগঠন মুরারই নাগরিক কমিটির। অবরোধের জন্য আটকে পড়েছে মুরারই স্টেশনে আটকে সাহেবগঞ্জ-রামপুরহাট প্যাসেঞ্জার এবং নলহাটি স্টেশনে আটকে পড়েছে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস।

বিক্ষোভকারীদের দাবি, করোনা কালে মুরারই স্টেশনে বেশ কিছু ট্রেনের স্টপেজ তুলে দেয় রেল কর্তৃপক্ষ। করোনার পরেও বহু ট্রেন দাঁড়াচ্ছে না সেখানে বলে নিত্যযাত্রীদের অভিযোগ।

রেল পুলিশের বিশাল পুলিশ বাহিনী বিক্ষোভস্থলে পৌঁছেছে। সুরাহা না হলে অবরোধ তোলা হবে না বলে জানাচ্ছেন বিক্ষোভকারীরা। অবরোধের জেরে ভোগান্তির শিকার যাত্রীরা।

সকাল ৭টা থেকে অবরোধ শুরু হয়েছে। মুরারই নাগরিক কমিটির তরফ থেকে জানা গেছে, স্টপেজ সহ একাধিক অসুবিধা নিয়ে তারা রেল কর্তৃপক্ষকে একাধিক বার আর্জি জানালেও কোনও লাভ হয়নি। তাই আজ সকাল থেকে কমিটির সদস্য রেল অবরোধ শুরু করেন। একাধিক ট্রেন আটকে বিভিন্ন স্টেশনে। পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছে। তবে বিক্ষোভকারীদের দাবি, দাবি না মানা পর্যন্ত বিক্ষোভ চলবে।

Advertisements

অবরোধের জেরে কাঞ্চনজঙ্ঘা, গণদেবতা, বন্দে ভারত-সহ একাধিক ট্রেন আটকে বিভিন্ন স্টেশনে। কেবিন রুম থেক স্টেশন মাস্টারের ঘর, এদিন সর্বত্রই বিক্ষোভ দেখান মুরারই নাগরিক কমিটির সদস্যরা। পরিস্থিতি যাতে হাতের বাইরে না বেরিয়ে যায়, সে জন্য ইতিমধ্যে প্রচুর রেল পুলিশ মোতায়েন করা হয়েছে।

রেল কর্তৃপক্ষের বক্তব্য, তারা দেখেছে, মুরারইয়ে স্টপেজ না দিলেও চলে। বিষয়টি আর্থিক দিক থেকে সেই অর্থে সাশ্রয়ী হয়। বিক্ষোভের পর রেলসূত্রে খবর, নাগরিক কমিটির দাবি বিবেচনা করা হবে।