SSC : নিয়োগের দাবিতে জোরালো বিক্ষোভ বারাসতে

নিয়োগের (SSC) দাবিতে জোরালো হচ্ছে প্রতিবাদীদের আওয়াজ। এবার নিয়োগের দাবিতে বুধবার বারাসাতে বিক্ষোভ মিছিল করল ২০১৪ প্রাইমারি টেট পাস ট্রেড নট ইনক্লুডেড ক্যান্ডিডেট একতা মঞ্চ…

short-samachar

নিয়োগের (SSC) দাবিতে জোরালো হচ্ছে প্রতিবাদীদের আওয়াজ। এবার নিয়োগের দাবিতে বুধবার বারাসাতে বিক্ষোভ মিছিল করল ২০১৪ প্রাইমারি টেট পাস ট্রেড নট ইনক্লুডেড ক্যান্ডিডেট একতা মঞ্চ ।

   

ভোটের আগে একগুচ্ছ প্রতিশ্রুতি পূরণ হল কতগুলি? বুধবার এই দাবি জানিয়ে বারাসত কাছারি ময়দান থেকে বিক্ষোভ মিছিল করে টেট পাস ট্রেড নট ইনক্লুডেড ক্যান্ডিডেট একতা মঞ্চ। এদিন বিক্ষোভকারীরা লক্ষ্মী, সরস্বতী সেজে প্রতিবাদ জানান। 

বিক্ষোভকারীরা জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়ে এই প্রতিবাদ মিছিল বের করে বলে খবর। মিছিলের প্রথমেই একটি ব্যানারে রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্প তুলে ধরা হয়। হাতে প্ল্যাকার্ড নিয়ে চাকরি দাবিতে বিক্ষোভ জানান বিক্ষোভকারীরা। তাঁরা স্লোগান তোলেন, ‘চাই না আমরা লক্ষ্মীর ভান্ডার, আমরা চাই শিক্ষকতা’, এই স্লোগানকে সামনে রেখে ২০২৪ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। বিগত কয়েকদিন ধরেই একাধিকবার তারা বিক্ষোভ আন্দোলনে সামিল হয়, তবে এই প্রতিবাদ অভিনব। 

তাদের দাবি, ‘মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১১ নভেম্বর ২০২০ সালে নবান্নের সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন, ২০১৪ সালের প্রাইমারি টেট পাস ২০ হাজার প্রার্থী থেকে ১৬৫০০ জনকে খুব তাড়াতাড়ি এবং বাকি প্রার্থীদেরকেও নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি পেয়ে, আমরা ২০ হাজার টেট পাস চাকরি প্রার্থী ও আমাদের পরিবার আশার আলো দেখি। সময়মতো আমরা ইন্টারভিউ দিই। কিন্তু পর্ষদ প্রায় ১২৫০০ প্রার্থীকে নিয়োগ দিয়ে বাকি প্রার্থীদের বাদ দিয়ে দেয়। যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন সকলকে নিয়োগ করা হবে, সেখানে কেন বাকি প্রার্থীদের ইনক্লুড করা হলো না। সেই বিষয়টি পরিষ্কার নয়। মুখ্যমন্ত্রীর ঘোষণা থাকার পরও আজ আমরা প্রায় ৭৫০০ প্রার্থী বঞ্চিত। আমাদের চাকরি পাওয়ার বয়স সীমা প্রায় শেষের দিকে।’