CPIM-Congress: সমঝোতায় সমস্যা, বিপাকে বাম-কংগ্রেস

বাম-কংগ্রেস (CPIM-Congress) আসন সমঝোতা না হওয়ার জেরে সমস্যা। কোচবিহারে আলাদা আলাদা করে প্রার্থী ঘোষাণা করেছে বামফ্রন্ট এবং কংগ্রেস। এখানে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য…

বাম-কংগ্রেস (CPIM-Congress) আসন সমঝোতা না হওয়ার জেরে সমস্যা। কোচবিহারে আলাদা আলাদা করে প্রার্থী ঘোষাণা করেছে বামফ্রন্ট এবং কংগ্রেস। এখানে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কংগ্রেস কর্মীদের আবেদন সিপিআইএমের। মানতে নারাজ কংগ্রেস। তারা তুলে ধরছে পুরুলিয়ার কথা।

কোচবিহারের সিপিআইএম জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, ‘আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে। আপনারা বাম প্রার্থীকে ভোট দিন।’ পালটা কোচবিহারের কংগ্রেস নেতা রবীন রায় বলেছেন, ‘প্রার্থী দিয়েছি। সিম্বল দিয়েছি। স্ক্রুটিনি হয়ে গেছে। ইলেভেন্থ মোমেন্টে বললে তো হয় না।’

লোকসভা কেন্দ্র কোচবিহার। চব্বিশের ভোটে এখানে চতুর্মুখী লড়াই। বিজেপি-তৃণমূল আগেই প্রার্থী ঘোষণা করেছিল। তারপর করে বামফ্রন্ট। তাদের প্রার্থী ফরওয়ার্ড ব্লকের নীতিশচন্দ্র রায়। এই কোচবিহারে প্রার্থী দিয়েছে কংগ্রেসও। কোচবিহারে কংগ্রেসের প্রার্থী পিয়া রায়চৌধুরী। অর্থাৎ লড়াই এবার চতুর্মুখী।

এতে সিঁদুরে মেঘ দেখছে সিপিআইএম। কারণ, কংগ্রেস ও বামেরা আলাদা আলাদা প্রার্থী দেওয়ায় এই কেন্দ্রে তৃণমূল ও বিজেপি বিরোধী ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই সিপিআইএমের আরজি, কংগ্রেসের কর্মী-সমর্থকরা যেন বামেদের ভোট দেন। কোচবিহারের সিপিআইএম জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, ‘কোচবিহারে আমাদের বামফ্রন্টের প্রার্থী নীতিশচন্দ্র রায়। তাঁর প্রতীক চিহ্ন সিংহ। তাঁকে জেতানোর জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। তবে কংগ্রেস প্রার্থী না দিলেই ভালো করতো। তারপরেও আমরা আহ্বান জানাচ্ছি সাধারণ কংগ্রেস কর্মীদের কাছে। আপনারা বাম প্রার্থীকে ভোট দিন।’

সিপিআইএমের দাবি মানতে নারাজ কংগ্রেস। কোচবিহারের কংগ্রেস নেতা রবীন রায় বলেছেন, ‘আমাদের সঙ্গে রাজ্য লেবেলে আসন সমঝোতা হয়েছিল। আমাদের কংগ্রেসকে পুরুলিয়া আসনটা ছাড়া হয়েছিল। আমাদের নেপাল মাহাতর জন্য। পরে দেখা গেল ফরওয়ার্ড ব্লক ওই সিটে প্রার্থী দিয়েছে। নরেন চট্টোপাধ্যায় বলছেন, কংগ্রেসের সঙ্গে সিপিএমের আসন সমঝোতা হয়েছে। ফরওয়ার্ড ব্লকের হয়নি।’

পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী নেপাল মাহাত। বামফ্রন্ট এখনও পুরুলিয়ার প্রার্থীর নাম ঘোষণা করেনি। কিন্তু পুরুলিয়া জুড়ে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখন। বামফ্রন্ট প্রার্থী হিসেবে ফরওয়ার্ড ব্লকের ধীরেন্দ্রনাথ মাহাতর নামে চলছে প্রচার। ১৯৭১ সাল থেকে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে লড়াই করছে ফরওয়ার্ড ব্লক। ১৯৭৭ সাল থেকে এই কেন্দ্র নিজেদের দখলে রাখে ফরওয়ার্ড ব্লক। সেই কেন্দ্র ছাড়তে নারাজ সিংহ শিবির।